নিজস্ব প্রতিবেদন : অবশেষে ভারত বিশ্বের সামনে প্রমাণ করেছে নিজেদের শ্রেষ্ঠত্ব। এমনটা সম্ভব হয়েছে মূলত ইসরোর (ISRO) বিজ্ঞানীদের দৌলতে। প্রথম দুবার সফল হতে না পারলেও অবশেষে চন্দ্রযান ৩ (Chandrayaan 3) চাঁদের মাটিতে সফট ল্যান্ডিং করে এমন কৃতিত্ব অর্জন করেছে ভারত। এর পাশাপাশি তৃতীয়বারের এই প্রচেষ্টায় ভারত এমন সব ইতিহাস তৈরি করল যা এর আগে কোন দেশ করতে পারেনি। কম খরচ থেকে শুরু করে চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম চন্দ্রযান অবতরণ সবকিছুতেই রয়েছে চমক।
চন্দ্রযান ৩ সফলভাবে চাঁদের মাটিতে অবতরণ করার পর এই অভিযান থেকে শুরু করে ইসরোর বিজ্ঞানীদের নিয়ে সাধারণ দেশবাসীর কৌতূহলের শেষ নেই। কেনই বা থাকবে না, কারণ এই বিজ্ঞানী এবং প্রযুক্তি কর্মীদের হাত ধরেই তো আজ ভারত এমন সফলতা অর্জন করল। আর এই কৌতূহলের খোঁজ নিতে নিতে দেখা গিয়েছে দেশের আনাচে-কানাচে লুকিয়ে রয়েছেন ইসরোর বিজ্ঞানীরা। সত্যি বলতে এই সকল বিজ্ঞানীদের এতদিন কেউ জানতেনই না, আবার অনেকে খোঁজই রাখতেন না।
অন্যদিকে ইসরোর এমন সাফল্যের পর দেশের বহু যুবক-যুবতীরা ইসরোতে কাজ করার সুযোগ খুঁজছেন। ইসরোতে চাকরি করার সুযোগ মানেই দেশ সেবা। তবে এর পাশাপাশি কৌতূহল জাগছে কত টাকা বেতন পাওয়া যায় এই মহাকাশ গবেষণাগারে কর্মরত হলে। বেতন সমস্ত সংস্থার ক্ষেত্রে যেমন কর্মীদের পদোন্নতির ওপর নির্ভর করে ঠিক সেই রকমই ইসরোর ক্ষেত্রেও প্রযোজ্য। ইসরোর ক্ষেত্রেও বিজ্ঞানী থেকে প্রযুক্তি কর্মী এবং তাদের পদোন্নতির ওপর বেতন নির্ভর করে।
ইসরোর বিজ্ঞানী এবং প্রযুক্তি কর্মীদের বেতন পরিকাঠামো : টেকনিশিয়ান বি এল-৩ : ২১৭০০-৬৯১০০ টাকা।
সহকারী টেকনিশিয়ান এল-৭ : ৪৪৯০০-১৪২৪০০ টাকা।
বৈজ্ঞানিক সহকারী এল-৭ : ৪৪৯০০-১৪২৪০০ টাকা।
লাইব্রেরি সহকারী এল-৭ : ৪৪৯০০-১৪২৪০০ টাকা।
সহকারী টেকনিশিয়ান সাউন্ড রেকর্ডিং এল-৭ : ৪৪৯০০-১৪২৪০০ টাকা।
সহকারী টেকনিশিয়ান ভিডিওগ্রাফি এল-৭ : ৪৪৯০০-১৪২৪০০ টাকা।
প্রোগ্রাম সহকারী এল-৮ : ৪৭৬০০-১৫১১০০ টাকা।
সামাজিক গবেষণা সহকারী এল-৮ : ৪৭৬০০-১৫১১০০ টাকা।
মিডিয়া লাইব্রেরি সহকারী এল-৭ : ৪৪৯০০-১৪২৪০০ টাকা।
বৈজ্ঞানিক সহকারী মাল্টিমিডিয়া এল-৭ : ৪৪৯০০-১৪২৪০০ টাকা।
জুনিয়র প্রযোজক এল-১০ : ৫৬১০০-১৭৭৫০০ টাকা।
সোশ্যাল রিসার্চ অফিসার এল-১০ : ৫৬১০০-১৭৭৫০০ টাকা।
বিজ্ঞানী/ইঞ্জিনিয়ার এসসি এল-১০ : ৫৬১০০-১৭৭৫০০ টাকা।
বিজ্ঞানী/ইঞ্জিনিয়ার এসডি এল-১১ : ৬৭৭০০-২০৮৭০০ টাকা।
মেডিকেল অফিসার এসসি এল-১০ : ৫৬১০০-১৭৭৫০০ টাকা।
মেডিকেল অফিসার এসডি এল-১১ : ৬৭৭০০-২০৮৭০০ টাকা।
রেডিওগ্রাফার-এ এল-৪ : ২৫৫০০-৮১১০০ টাকা।
ফার্মাসিস্ট-এ এল-৫ : ২৯২০০-৯২৩০০ টাকা।
ল্যাব টেকনিশিয়ান-এ এল-৪ : ২৫৫০০-৮১১০০ টাকা।
নার্স বি এল-৭ : ৪৪৯০০-১৪২৪০০ টাকা।
সিস্টার-এ এল-৮ : ৪৭৬০০-১৫১১০০ টাকা।
ক্যাটারিং অ্যাটেনডেন্ট এ এল-১ : ১৮০০০-৫৬৯০০ টাকা।
ক্যাটারিং সুপারভাইজার এল-৬ : ৩৫৪০০-১১২৪০০ টাকা।
কুক এল-২ : ১৯৯০০-৬৩২০০ টাকা।
ফায়ারম্যান-এ এল-২ : ১৯৯০০-৬৩২০০ টাকা।
ড্রাইভার-কাম-অপারেটর-এ এল-৩ : ২১৭০০-৬৯১০০ টাকা।
হালকা যানবালক চালক-এ এল-২ : ১৯৯০০-৬৩২০০ টাকা।
ভারী যানবাহন চালক-এ এল-২ : ১৯৯০০-৬৩২০০ টাকা।
স্টাফ কার ড্রাইভার-এ এল-২ : ১৯৯০০-৬৩২০০ টাকা।
সহকারী এল-৪ : ২৫৫০০-৮১১০০ টাকা।
সহকারী রাজভাষা এল-৪ : ২৫৫০০-৮১১০০ টাকা।
আপার ডিভিশন ক্লার্ক এল-৪ : ২৫৫০০-৮১১০০ টাকা।
জুনিয়র ব্যক্তিগত সহকারী এল-৪ : ২৫৫০০-৮১১০০ টাকা।
স্টেনোগ্রাফার এল-৪ : ২৫৫০০-৮১১০০ টাকা।
অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এল-১০ : ৫৬১০০-১৭৭৫০০ টাকা।
অ্যাকাউন্টস অফিসার এল-১০ : ৫৬১০০-১৭৭৫০০ টাকা।
পারচেজ অ্যান্ড স্টোর অফিসার এল-১০ : ৫৬১০০-১৭৭৫০০ টাকা।
জুনিয়র হিন্দি অনুবাদক এল-৬ : ৩৫৪০০-১১২৪০০ টাকা।
এই স্যালারি ছাড়াও ইসরোর বিজ্ঞানীদের আরও বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হয়ে থাকে। সেই সকল সুযোগ সুবিধার মধ্যে রয়েছে ভাতা এবং টিএ সহ বিভিন্ন কিছু।