নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেল (Indian Railways) আর দীঘা (Digha) দুটি যেন ভারতবাসী এবং বাঙালিদের কাছে অপরিহার্য। ভারতীয় রেল আমজনতার কাছে গণপরিবহনের মেরুদন্ড, ঠিক তেমনই আবার দীঘা বাঙ্গালীদের কাছে পর্যটনের সবচেয়ে আকর্ষণের জায়গা। কেননা বাঙালিরা হাতে দুদিন সময় পেলেই ছুটে যান দীঘা। এমন পরিস্থিতিতে দীঘা যাওয়ার ক্ষেত্রে নতুন এক দিগন্ত খুলে যেতে পারে।
দীঘায় যে সকল পর্যটকরা আসেন তাদের সবচেয়ে বেশি পর্যটককে দেখা যায় কলকাতা থেকে আসতে। তবে শুধু কলকাতা নয়, কলকাতার পাশাপাশি রাজ্যের অন্যান্য জায়গা থেকেও বিপুল সংখ্যক পর্যটকরা প্রায় প্রতিদিনই ছুটে আসেন দিঘায়। দীঘা ছাড়াও ভিড় জমাতে দেখা যায় মন্দারমনিতে। এমনকি উইকেন্ডে পরিস্থিতি এমন জায়গায় এসে পৌঁছায় যে ট্রেনের টিকিট পাওয়া মুশকিল হয়ে দাঁড়ায়। এমনকি দীঘা যাওয়ার ক্ষেত্রে এই প্রবল ভিড় সামলাতে রাতেও ট্রেন চালু করা হয়েছে।
দীঘা যাওয়ার জন্য রাতে নতুন ট্রেন চালু করার পাশাপাশি এবার রাজকীয়ভাবে দীঘা ভ্রমণের জন্য বন্দে ভারত এক্সপ্রেস চালু নিয়ে তৈরি হয়েছে নতুন জল্পনা। এমন জল্পনা তৈরি হয়েছে মূলত এক বিজেপি বিধায়কের দাবির পরিপ্রেক্ষিতে। যে বিজেপি বিধায়ক এমন দাবি তুলেছেন তিনি হলেন বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়া। তিনি শুধু দাবি তুলেছেন এমন নয়, এর পাশাপাশি তিনি এই বিষয়টি নিয়ে রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে একটি চিঠি দিয়েছেন বলেও জানিয়েছেন।
তিনি নতুন যে রুটে বন্দে ভারত চালানোর দাবি তুলেছেন সেই রুটটি হল বনগাঁ থেকে দীঘা। সম্প্রতি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রেল পরিষেবা সংক্রান্ত একটি বৈঠকে উপস্থিত হয়েছিলেন এবং ওই বৈঠকে ছিলেন রাজ্যের বিভিন্ন জায়গার বিধায়ক এবং সাংসদরা। সেই বৈঠকেই রেলমন্ত্রীর কাছে বনগাঁ থেকে দীঘা বন্দে ভারত এক্সপ্রেস চালানোর জন্য আবেদন জানান অশোক কীর্তনীয়া।
বনগাঁ থেকে দীঘা বন্দে ভারত এক্সপ্রেসের দাবির খবরটির সামনে আসতেই রীতিমত আশায় বুক বাঁধছেন উত্তর ২৪ পরগনা জেলার সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা। রেলমন্ত্রীকে চিঠিতে অশোক কীর্তনীয়া জানিয়েছেন, বনগাঁ, বাগদা, গোবরডাঙ্গা, হাবড়া সহ উত্তর ২৪ পরগনাৎ ৮ লাখেরও বেশি মানুষ বাস করেন। এই রুটে সমস্ত ট্রেনের ব্যাপক চাহিদা রয়েছে। এক্ষেত্রে বনগাঁ থেকে দীঘা বন্দে ভারত চালানো হলে তা রেলের জন্য লাভজনক হবে।