নিজস্ব প্রতিবেদন : কোথায় আছে ‘বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে’। তবে সবসময় যে এমনটা হয়ে থাকে তা নয়। অন্ততপক্ষে একটি চিতাবাঘের (Leopard Video) ক্ষেত্রে এই বিষয়টি কোন মানানসই নয়। কারণ তার যে জঙ্গলে মন বসছে না। জঙ্গলে মন না বসায় ওই চিতাবাঘটি গ্রামে ঢুকে পড়ে এবং গ্রামবাসীদের সঙ্গে রীতিমত মস্তি করে। বিষয়টি অধিকাংশ মানুষের কাছে অবিশ্বাস্য হলেও এমনটাই ঘটেছে এবং সেই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
সাধারণত বন, জঙ্গল থেকে বহু সময় বন্যপ্রাণীদের গ্রামে অথবা লোকালয়ে ঢুকে পড়তে দেখা যায়। সে সকল ক্ষেত্রে গ্রামে ঢুকে ওই সকল বন্যপ্রাণীদের মানুষ অথবা অন্য কোন প্রাণীর ওপর ঝাঁপিয়ে পড়তে দেখা যায়। কিন্তু এবার যে ঘটনাটি ঘটেছে তা পুরোপুরি বিপরীত। চিতাবাঘ গ্রামে ঢুকলেও সে কারোর উপর ঝাঁপিয়ে পড়েনি, বরং গ্রামবাসীদের সঙ্গে মস্তিতে মজে পড়ে। এমন উল্টো ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের দেবস জেলায়।
মঙ্গলবার দুপুর একটা নাগাদ জঙ্গল থেকে একটি চিতাবাঘ মধ্যপ্রদেশের দেবস জেলার ইকলেরা গ্রামে ঢুকে পড়ে। গ্রামে চিতাবাঘ ঢুকে পড়েছে আর আতঙ্ক ছড়াবে না এমন নয়। কিন্তু কিছুক্ষণ পর্যবেক্ষণ করে দেখা যায় ওই চিতাবাঘটি অন্যান্য চিতাবাঘের মত নয়। এই চিতাবাঘটি একেবারেই গুড বয় টাইপের। চিতাবাঘটির এমন হাবভাব দেখে গ্রামবাসীরা সাহস করে এগিয়ে যান। তারপরে দেখা যায় এই চিতাবাঘ জঙ্গলের হিংস্র চিতাবাঘের মতো নয়, বরং সে বাড়িতে পোষা, কুকুর বিড়ালের মত।
এমনটা দেখে স্বাভাবিকভাবেই গ্রামের বাসিন্দারা ওই চিতাবাঘটির সঙ্গে সেলফি তুলতে শুরু করেন। এর পাশাপাশি চিতাবাঘটিকেও মানুষের সঙ্গে এক প্রকার মিশে যেতে দেখা যায়। তবে কোনরকম ঝুঁকি না নিয়ে গ্রামবাসীরা বনদপ্তরে খবর দেন যাতে ওই চিতাবাঘটিকে পুনর্বাসন দেওয়া যায়। এরপর বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ওই চিতাবাঘটিকে উদ্ধার করে পুনর্বাসনের ব্যবস্থা করে।
#Watch : मध्य प्रदेश के देवास का एक वीडियो जमकर वायरल हो रहा है। गांव में भटककर आए तेंदुए के साथ लोग खेलते नजर आ रहे हैं, उसके साथ सेल्फी ले रहे हैं। वन विभाग ने तेंदुए को रेस्क्यू कर भोपाल के वन विहार भेज दिया है। #MadhyaPradesh #Leopard #ViralVideo pic.twitter.com/vSdA7ZVX2I
— Hindustan (@Live_Hindustan) August 30, 2023
তবে প্রশ্ন থেকেই যাই কেন ওই চিতাবাঘটি হিংস্রতা ভুলে মানুষের সঙ্গে এইভাবে মিশে গিয়েছিল? এর পরিপ্রেক্ষিতে পশু চিকিৎসকদের থেকে জানা যাচ্ছে, ওই চিতাবাঘটি প্রচুর পরিমাণে আগেই খাবার খেয়ে ফেলেছিল। যে কারণে তার খিদে ছিল না। খিদে না থাকাই চোখের সামনে প্রচুর খাবার থাকলেও এতটুকু খেতে ইচ্ছে করেনি। এই অবস্থায় সে মানুষের সঙ্গে একটু মস্তি করে নেয়। তবে এমন চিতাবাঘ দেখে রীতিমতো হতবাক বনদপ্তরের কর্মীরাও। কেননা চিতাবাঘ এত সহজে পোষ মেনে যাবে তা কোনভাবেই স্বাভাবিক নয়।