জলের দরে দার্জিলিং ভ্রমণ, বাচ্চাদের ফ্রি! দারুণ প্যাকেজ নিয়ে এলো NBSTC

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বাঙ্গালীদের মধ্যে একটি স্বভাব সবসময় লক্ষ্য করা যায় আর তা হলো ঘুরে বেড়ানো। আসলে বাঙালিরা ঘুরতে খুব পছন্দ করেন। যে কারণেই তাদের ভ্রমণপিপাসু বলা হয়ে থাকে। ভ্রমণপিপাসু এই বাঙ্গালীদের সামনে হাতছানি দিচ্ছে নতুন ভাবে ঘোরার সুযোগ। কেননা সামনেই রয়েছে পুজো আর পূজোর টানা ছুটি ঘুরতে যাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। অন্যদিকে আবার ভ্রমণপিপাসু বাঙ্গালীদের কাছে পূজোর সময় সবচেয়ে ভালো ডেস্টিনেশন হয়ে থাকে পাহাড়, বিশেষ করে দার্জিলিং (Darjeeling)।

Advertisements

এখন থেকেই যারা অক্টোবর নভেম্বর মাসের জন্য দার্জিলিঙে হোটেল বুকিং করতে চাইছেন তাদের মাথায় হাত পড়তে শুরু করেছে। কেননা ওই সময় বুকিং অনেক বেশি হয়ে পড়ার কারণে ঠিকঠাক দামে হোটেল মিলছে না। এছাড়াও গাড়ি ভাড়া থেকে শুরু করে খাওয়া-দাওয়া অন্যান্য ঝক্কিও রয়েছে। তবে এই সমস্ত অসুবিধা বা সমস্যা থেকে উদ্ধার করার জন্য এবার দুর্দান্ত প্যাকেজ নিয়ে এলো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম (NBSTC)।

Advertisements

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের তরফ থেকে যে প্যাকেজ আনা হয়েছে সেই প্যাকেজ ভ্রমণপিপাসু বাঙ্গালীদের পকেট খরচ অনেকটাই বাঁচাবে তা নিয়ে কোন সন্দেহ নেই। সংস্থার তরফ থেকে দার্জিলিং ঘোরার জন্য দুটি প্যাকেজ আনা হয়েছে। একটি প্যাকেজ হলেও স্ট্যান্ডার্ড এবং আরেকটি প্যাকেজ হলো ডিলাক্স। স্ট্যান্ডার্ড প্যাকেজের জন্য মাথাপিছু ৭৫০০ টাকা করে লাগবে। অন্যদিকে ডিলাক্স প্যাকেজের জন্য লাগবে মাথাপিছু ৯০০০ টাকা। এতে রয়েছে চার দিনের প্যাকেজ।

Advertisements

স্ট্যান্ডার্ড প্যাকেজ সম্পর্কে এনবিএসটিসি’র তরফ থেকে যা জানানো হয়েছে তা হলো, এই প্যাকেজে থাকবে ওয়েস্টার্ন টয়লেট, গিজার, নন এসি টুরিস্ট বাস, এসইউভি, সেডান। পর্যটকদের মধ্যে শেয়ার করে ঘোরানো হবে। অন্যদিকে যারা ডিলাক্স প্যাকেজ নেবেন তারা পাবেন ডিলাক্স রুম, suv, এসি গাড়ি। এই প্যাকেজের মধ্যে ঘুরিয়ে দেখানো হবে লামাহাটা, তিনচুলে, তাকদা। প্যাকেজের মধ্যেই রয়েছে হোটেল ভাড়া থেকে শুরু করে গাড়ি ভাড়া, খাওয়া দাওয়া, এন্ট্রি ফি, ট্যুর ম্যানেজার।

পর্যটকদের এই প্যাকেজের মধ্য দিয়ে প্রথম দিন এনজেপি স্টেশন, বাস টার্মিনাস অথবা এয়ারপোর্ট থেকে কার্শিয়াং হয়ে দার্জিলিং নিয়ে যাওয়া হবে। দুপুরে খাওয়া দাওয়ার পর্যটকরা নিজেদের ইচ্ছেমতো ম্যাল সহ বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে পারবেন। পরের দিন ভোর বেলায় হোটেলের সামনে গাড়ি এসে দাঁড়াবে এবং সোজা নিয়ে যাওয়া হবে টাইগার হিল। ঘোরার পথে ঘুম মনেস্ট্রি, বাতাসিয়া লুপ দেখিয়ে হোটেলে আনা হবে ব্রেকফাস্টের জন্য। তৃতীয় দিন পর্যটকরা নিজেদের ইচ্ছেমতো যেখানে খুশি ঘোরাফেরা করতে পারবেন এবং চতুর্থ দিন ব্রেকফাস্ট করে হোটেল থেকে চেক আউট করতে হবে। ফেরার পথে সীমানা ভিউ পয়েন্ট এবং গোপাল ধারা চা বাগান ঘুরিয়ে দেখা হবে।

পাঁচ বছরের কম বয়সী বাচ্চাদের জন্য পুরোপুরি বিনামূল্যে ঘোরার সুযোগ রয়েছে। নয় বছর বয়সী পর্যন্ত বাচ্চাদের ক্ষেত্রে ৫০ শতাংশ খরচ করতে হবে। ১০ বছর বা তার বেশি হলে পুরো খরচ দিতে হবে। এই ট্যুর প্যাকেজ নেওয়ার জন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম অথবা রাজ্য ট্যুরিজম বিভাগে যোগাযোগ করতে হবে।

Advertisements