ট্রেনে তো চড়েন! তবে এর ফুল ফর্ম কি? আর বাংলায় কি বলে?

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রতিদিন ভারতের প্রায় ১ কোটির কাছাকাছি মানুষ ট্রেনের (Train) উপর ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন। ট্রেনের এমন ব্যাপক চাহিদার কথা মাথায় রেখে ভারতীয় রেলকে (Indian Railways) গণপরিবহনের মেরুদন্ড বা লাইফ লাইন বলা হয়। অন্যদিকে রেল পরিষেবার এমন ব্যাপক চাহিদার দিকে তাকিয়ে রেলের তরফ থেকেও প্রতিনিয়ত নানান পরিবর্তন আনা হয় যাতে করে যাত্রীরা আরও ভালো পরিষেবা পান।

Advertisements

রেলের তরফ থেকে যাত্রীদের উন্নত থেকে উন্নততর পরিসেবা দেওয়ার জন্য নতুন নতুন ট্রেন চালু করার পাশাপাশি রেলস্টেশন থেকে শুরু করে পরিকাঠামো দিক দিয়ে নানান পরিবর্তন আনা হচ্ছে। এর পাশাপাশি জোর দেওয়া হচ্ছে যাতে আরো কম সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছানো যায়। রেল এবং ট্রেন সম্পর্কিত এমন নানান তথ্য হামেশাই আমাদের সামনে আসে। তবে যাকে নিয়ে এত আলোচনা সেই ট্রেনের ফুল ফর্ম কি এবং একে বাংলায় কি বলে?

Advertisements

ট্রেনে চড়ে যেমন দেশের প্রায় এক কোটি মানুষ প্রতিদিন এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করে থাকেন, অথচ তাদের চোখের সামনে রেল পরিষেবা সংক্রান্ত অনেক বিষয় ধরা পড়লেও তা সম্পর্কে জানেন না, ঠিক সেই রকমই ট্রেনের ফুল ফর্ম এবং এর বাংলা সম্পর্কেও ৯০ শতাংশের বেশি যাত্রী জানেন না। তবে আজ আমরা আমাদের এই প্রতিবেদনে এই দুটি প্রশ্নের উত্তর তুলে ধরব।

Advertisements

মনে করা হয় ট্রেন শব্দটির উৎপত্তি হল ফরাসি শব্দ ট্রেনার থেকে। আবার ইংরেজিতে ট্রেন শব্দটির অর্থ হিসাবে এক ধরনের পরিবহনকে বোঝানো হয়। সাধারণত ট্র্যাকের সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গা পণ্য অথবা মানুষ পরিবহন নিয়ে যাওয়াকে বলা হয়। তবে এই ট্রেন শব্দটি একটি সংক্ষিপ্ত শব্দ। এর পুরো অর্থ অর্থাৎ ফুল ফর্ম হলো Tourist Railway Association Inc।

অন্যদিকে ট্রেন শব্দটির কোন বাংলা শব্দ রয়েছে তা অনেকেই ভাবতেই পারেন না। অধিকাংশ মানুষই এর বাংলা অর্থ জানেন না এবং প্রায় ১০০ শতাংশ মানুষই ট্রেনকে কখনো বাংলায় উচ্চারণ করে থাকেন না। তবে ট্রেনের বাংলা অর্থের ব্যবহার না থাকলেও এর বাংলা অর্থ হলো ‘লৌহপথগামিনী’ বা ‘লৌহশকট’।

Advertisements