নিজস্ব প্রতিবেদন : চন্দ্রযান ৩ (Chandrayaan 3) অভিযানের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হিসাবে ল্যান্ডার বিক্রম (Lander Vikram) এবং রোভার প্রজ্ঞান (Rover Pragyan) সফলভাবে চাঁদের মাটিতে অবতরণ করার পর সেখান থেকে নতুন নতুন তথ্য সংগ্রহ করতে পারছে ইসরোর (ISRO) বিজ্ঞানীরা। ইসরোর কাছে আসা এই সকল নতুন নতুন তথ্য নিয়ে এবার গবেষণার নতুন নতুন পথ খুলে যাচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণাগারের কাছে। এসবের মধ্যেই এবার চাঁদের ভূমিকম্প ধরে ফেলল বিক্রম।
২৩ আগস্ট চাঁদের মাটিতে সফলভাবে অবতরণ করার পর বিক্রম এবং প্রজ্ঞান তাদের ক্যামেরায় অনেক কিছু ধরে ফেলেছে। ক্যামেরায় অনেক কিছু ধরে ফেলার পাশাপাশি আগে যে অক্সিজেনের খোঁজ পাওয়া গিয়েছিল তাতে সিলমোহর দিয়েছে। এর পাশাপাশি অ্যালুমিনিয়াম, ক্যালশিয়াম, লৌহ, ক্রোমিয়াম, সিলিকন, অক্সিজেন, ম্যাঙ্গানিজ, টাইটানিয়াম ইত্যাদির খোঁজ ইতিমধ্যেই মিলেছে। এখন খোঁজ চলছে হাইড্রোজেন সহ অন্যান্য উপাদানের।
এই সকল খোঁজ চালানোর মধ্যেই এবার বিক্রমের ক্যামেরায় ধরা পড়ল চাঁদের মাটিতে ভূমিকম্প। এর আগে যে সকল মহাকাশযান চাঁদে গিয়েছিল এবং গবেষণা করা হয়েছিল তা থেকে জানা গিয়েছিল চাঁদে ভূমিকম্প হয়। কিন্তু চাঁদে ভূমিকম্প হওয়ার জলজ্যান্ত উদাহরণ অর্থাৎ ভিডিও সচরাচর দেখা যায়নি। এবার সেই ভিডিও ক্যামেরাবন্দি করলো ল্যান্ডার বিক্রম। শুধু ভিডিও নয়, এর পাশাপাশি ভূমিকম্পের গতিবিধি রেকর্ড করা হয়েছে।
চাঁদের মাটিতে ভূমিকম্পের বিষয়টি গত বৃহস্পতিবার ইসরোর তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে, বিক্রমের উপর এমন উপকরণ লাগানো হয়েছে যা ভূমিকম্পের গতিবিধি রেকর্ড করতে সক্ষম। সেই উপকরণ বৃহস্পতিবার চাঁদের মাটিতে সিসমিক অ্যাক্টিভিটির খোঁজ পেয়েছে। চাঁদের সিসমিক অ্যাকটিভিটি জানার জন্য পাঠানো প্রথম মাইক্রো ইলেক্ট্রো মেকানিক্যাল সিস্টেম (MEMS) বেসড উপকরণ ইন্সট্রুমেন্ট ফর দ্য লুনার সেসমিক অ্যাক্টিভিটি (ILSA) চাঁদের মাটিতে রোভার এবং অন্য পেলোডের কম্পন রেকর্ড করেছে।
Chandrayaan-3 Mission:
In-situ Scientific ExperimentsInstrument for the Lunar Seismic Activity (ILSA) payload on Chandrayaan 3 Lander
— the first Micro Electro Mechanical Systems (MEMS) technology-based instrument on the moon —
has recorded the movements of Rover and other… pic.twitter.com/Sjd5K14hPl— ISRO (@isro) August 31, 2023
Chandrayaan-3 Mission:
In-situ Scientific ExperimentsAnother instrument onboard the Rover confirms the presence of Sulphur (S) in the region, through another technique.
The Alpha Particle X-ray Spectroscope (APXS) has detected S, as well as other minor elements.
This… pic.twitter.com/lkZtz7IVSY
— ISRO (@isro) August 31, 2023
গত ২৬ আগস্ট ইসরোর তরফ থেকে এই ঘটনা রেকর্ড করা হয়। এমন ঘটনা স্বাভাবিক বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে এই ঘটনার পরও বিক্রম এবং প্রজ্ঞান নিজেদের স্বাচ্ছন্দেই কাজ করে চলেছে। চাঁদের মাটিতে ঘটে যাওয়া এই ভূমিকম্পের কারণে তাদের কোন ক্ষতি হয়নি।