সিভিক ভলেন্টিয়ারদের পোয়াবারো, নতুন পরিকল্পনার কথা ভাবছে রাজ্য সরকার

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ২০১১ সালে রাজ্যে তৃণমূল সরকারের আসার পর বিভিন্ন ক্ষেত্রে নানান পরিবর্তন এনেছে। এই সকল পরিবর্তনের পাশাপাশি চাকরির ক্ষেত্রেও নতুন নতুন পথ খুলে দেওয়া হয়েছে। আর সেই সকল পথের মধ্যে একটি হলো সিভিক ভলেন্টিয়ার (Civic Volunteer)। রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের বেকার যুবক-যুবতীদের আর্থিক রোজগারের সংস্থান হিসেবে নতুন এই পথ তৈরি করা হয়।

Advertisements

সিভিক ভলেন্টিয়ার পদে নিযুক্ত হওয়ার জন্য খুব বেশি উচ্চশিক্ষিত হওয়ার প্রয়োজন নেই। যে কারণে সিভিক ভলেন্টিয়ার পদে নিযুক্ত হয়ে রাজ্যের বহু যুবক যুবতী নিজেদের রোজগারের পথ খুঁজে পেয়েছেন। এই সকল সিভিক ভলেন্টিয়ারদের রাজ্য সরকারের তরফ থেকে বেশ ভালই বেতন দেওয়া হয়। ফলে রাজ্যের বহু পরিবার এমন রোজগারের পথ খুঁজে পেয়ে ভালোভাবেই সংসার চালাচ্ছে।

Advertisements

রাজ্য সরকারের তরফ থেকে এবার এই সকল সিভিক ভলেন্টিয়ারদের জন্য নতুন একটি পরিকল্পনার বিষয়ে ভাবনা শুরু করেছে। আর সেই পরিকল্পনা যদি বাস্তবায়িত হয় তাহলে তা সিভিক ভলেন্টিয়ার হিসেবে যারা নিযুক্ত হতে চাইছেন তাদের কাছে রীতিমত পোয়াবারো। রাজ্য সরকারের তরফ থেকে কি পরিকল্পনা গ্রহণ করার ভাবনা শুরু করা হয়েছে?

Advertisements

সিভিক ভলেন্টিয়ার পদে নিযুক্ত হওয়ার ক্ষেত্রেআবেদনকারীদের বয়সের যে উর্ধ্বসীমা রয়েছে তা বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এমনকি এই পরিকল্পনায় ইতিমধ্যেই নৈতিকভাবে রাজ্য সরকারের তরফ থেকে সম্মতি দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। নিয়োগের ক্ষেত্রে বর্তমানে যে ঊর্ধ্বসীমা রয়েছে ২৭ বছর সেই উর্ধ্বসীমা বাড়িয়ে ৩৫ বছর করার ভাবনা রয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর হলে সিভিক ভলেন্টিয়ার পদে চাকরির জন্য আরও আট বছর বাড়তি সময় পাবেন চাকরি প্রার্থীরা।

পশ্চিমবঙ্গে বহুল প্রচলিত একটি সংবাদপত্রের খবর অনুযায়ী, সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন লোকসভা নির্বাচনের আগেই রাজ্য সরকারের তরফ থেকে এমন ঘোষণা করে দিতে পারে। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে এই বিষয়ে কোন কিছু ঘোষণা করা হয়নি।

Advertisements