A video of a child getting down from upper to lower berth in a train has gone viral: আট থেকে আশি সকলের হাতেই এখন স্মার্ট ফোন। আর তাতে ইন্টারনেট কানেকশন থাকা মানেই গোটা দুনিয়া হাতের মুঠোয়। যার কারণে সব বয়সের মানুষেরই সোশ্যাল মিদিয়ায় যাতায়াত বেড়েছে। মানুষ চোখের যা দেখছে সেটাই ভিডিও করে আপলোড করছে সোশ্যাল মিডিয়ায়। এর ফলে মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়াতে অদ্ভুত সব জিনিস নজরে পড়ে। আর সেগুলি নিমেষেই ভাইরালও হয়ে যায়। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল (Viral video of child) হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একটি ছোট্ট শিশু ট্রেনের আপার বার্থ থেকে গরগর করে নেমে যাচ্ছে। ভিডিওটি শেয়ার করা হয়েছে ইনস্টাগ্রামে ‘বেবিজ় টাউন’ নামক একটি পেজ থেকে। প্রায় ৩ লাখেরও বেশি লাইক পড়েছে ভিডিয়োতে।
ভিডিওতে (Viral video of child) দেখা যাচ্ছে, একটি ট্রেনের বগিতে একটি ছোট্ট শিশু কমলা রঙের পোশাক পরে বসে আছে। শিশুটির বয়স আনুমানিক এক বছর হবে। শিশুটি প্রথমে উপরের বার্থ থেকে মাঝের বার্থে নেমে যায়। তারপর মাঝের বার্থ থেকে নিচের বার্থে নামতে শুরু করে। শিশুটি খুব দ্রুত গতিতে নেমে যায়। ট্রেন চলছিল বলে শিশুটিকে কিছুটা দুলছিল। কিন্তু শিশুটি কোনও সমস্যা ছাড়াই নিচে নেমে যায়।
ভিডিওটি (Viral video of child) দেখে অনেকেই অবাক হয়ে গেছেন। কেউ কেউ শিশুটির সাহস এবং দক্ষতার প্রশংসা করেছেন। আবার কেউ কেউ শিশুটির মা-বাবাকে নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা বলছেন, শিশুটিকে এত বড় বিপদের সম্মুখীন হতে দেওয়া উচিত হয়নি।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, ট্রেনে ছোট্ট শিশুদের সাথে যাত্রা করার সময় তাদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের উপরের বার্থে একা রেখে যাওয়া উচিত নয়। এতে দুর্ঘটনার ঝুঁকি থাকে। ভিডিও (Viral video of child)দেখে রীতিমতো চমকে ওঠে সবাই।
একজন নেটিজেন লিখেছেন, শিশুটি খুব সাহসী। কিন্তু তার মা-বাবা কোথায় ছিল? তারা কি শিশুটিকে এত বড় বিপদের সম্মুখীন হতে দেওয়ার জন্য প্রস্তুত ছিল? আরেকজন নেটিজেন লিখেছেন, শিশুটিকে উপরের বার্থে একা রেখে যাওয়া উচিত নয়। এতে দুর্ঘটনার ঝুঁকি থাকে। শিশুটিকে নিচে নামানোর জন্য মা-বাবার সাথে থাকা উচিত ছিল।