Tata group employees are going to get bonus before Puja: সারা বছর কাজ করার পর মানুষ অধীর আগ্রহে বসে থাকে পুজোর সময় এর জন্য। কারণ আমাদের দেশে উৎসবের মরশুমে বেসরকারি কোম্পানিগুলোতে বোনাস দেওয়ার রীতি রয়েছে। দেশের অন্যতম বৃহত্তম ব্যবসায়ী গোষ্ঠীও তার ব্যতিক্রম নয়। এবছর পুজো আসার বেশ কিছুদিন আগেই টাটা গ্রুপ তাদের কর্মীদের জন্য নিয়ে এল সেই সুখবর। পুজোর আগে তাদের মোট ৩১৪.৭০ কোটি টাকা বোনাস দেওয়া হবে (Tata Group Puja Bonus)। টাটা ওয়ার্কার্স ইউনিয়নের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করার পর এই ঘোষণা করেছে টাটা গ্রুপ।
সমঝোতা স্মারক অনুযায়ী, কোম্পানির সমস্ত বিভাগের যোগ্য কর্মীদের বোনাস দেওয়া হবে (Tata Group Puja Bonus)। ২০২২ থেকে ২০২৩ সালের জন্য সর্বনিম্ন এবং সর্বোচ্চ বার্ষিক বোনাস হবে যথাক্রমে ৪২,৫৬১ টাকা এবং ৪,৬১,০১৯ টাকা। টাটা গ্রুপের কর্মীদের জন্য এই বোনাস একটি বড় সুবিধা। পুজোর সময় অনেক কর্মচারী তাদের বাড়িতে পরিবারের সাথে সময় কাটান এবং এই টাকা তাদের উৎসবের খরচ মেটাতে সাহায্য করবে।
টাটা গ্রুপের এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন অনেকে। তারা মনে করেন, এটি কর্মীদের জন্য একটি অনুপ্রেরণা এবং কোম্পানির সাফল্যের জন্য তাদের অবদানের স্বীকৃতি। টাটা গ্রুপের এই সিদ্ধান্তের ফলে অন্যান্য কোম্পানিগুলিও তাদের কর্মীদের জন্য বোনাস বৃদ্ধির দিকে নজর দিতে পারে (Tata Group Puja Bonus)।
টাটা গ্রুপের কর্মীদের জন্য বোনাসের প্রভাব বেশ কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে। প্রথমত, এটি তাদের আয় বাড়াবে। দ্বিতীয়ত, এটি তাদের উৎপাদনশীলতা বাড়াতে উৎসাহিত করবে। তৃতীয়ত, এটি তাদের জীবনযাত্রার মান উন্নত করবে। বেতনের কত শতাংশ টাকা বোনাস হিসেবে পাওয়া যাবে সেই বিষয়ে এখনও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। কিন্তু কর্মচারীরা রীতিমতো আশায় বুক বাঁধছেন। পুজোর মরশুমে সবাই বোনাসের দিকে তাকিয়ে থাকেন। কিন্তু, এই বোনাসের ঘোষণা শুধুমাত্র টাটা স্টিলের কর্মীদের জন্যই করা হয়েছে। TCS -সহ টাটা গ্রুপের অন্য কোম্পানির জন্য এখনও বোনাস সংক্রান্ত তথ্য পাওয়া যায়নি।
শুধু টাটা স্টিলের কর্মচারীরা নয় পুজোর আগে কেন্দ্র সরকারের কর্মচারীরাও পেতে চলেছেন দুর্দান্ত খবর। কর্মচারীরা আশা করছেন যে, সেপ্টেম্বর মাসেই মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হবে। বকেয়া -সহ মহার্ঘ ভাতা আসবে পুজোর আগেই।