রাজ্য মন্ত্রিসভায় রদবদল নিয়ে জল্পনা! ডানা ছাঁটা হতে পারে এই সকল মন্ত্রীর

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : একুশের বিধানসভা নির্বাচনে পুনরায় তৃণমূল (TMC) জয়লাভ করার পর তৃতীয়বারের জন্য সরকার গড়তেই নতুন নতুন মুখ সামনে আসে মমতার মন্ত্রিসভায় (Mamata Cabinet)। সেই সকল নতুন নতুন মুখের মন্ত্রীরা কেমন কাজকর্ম চালাচ্ছেন তার বড় অংশ মুখ্যমন্ত্রীর নজরে রয়েছে। এরই মধ্যে যখন দিন কয়েক পরেই রয়েছে মুখ্যমন্ত্রীর স্পেন সফর (Spain Tour), তার আগেই রাজ্য মন্ত্রিসভায় রদবদল নিয়ে তৈরি হল জল্পনা।

Advertisements

সূত্র মারফত জানা যাচ্ছে, স্পেন সফরের আগেই রাজ্য মন্ত্রিসভায় বেশ কিছু রদবদল আসতে পারে। রদ বদলের ক্ষেত্রে হয়তো নতুন কোন মুখ মন্ত্রিসভায় যুক্ত হবে না, তবে বিভিন্ন দপ্তরের কাজকর্মের দায়িত্বের উদ্বোধন আনা হতে পারে। এক্ষেত্রে রাজ্যের একাধিক মন্ত্রীর দপ্তর বদলে যেতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে। নবান্নের অন্দরে জল্পনা, এমন রদবদল মুখ্যমন্ত্রী স্পেন সফরের আগেই নিয়ে নিতে পারেন।

Advertisements

রাজ্য মন্ত্রিসভায় রদবদল নিয়ে যে সকল দপ্তরের নাম সবার আগে উঠে আসছে সেগুলি হল পর্যটন, খাদ্য এবং অচিরাচরিত শক্তি। এই সকল দপ্তরের কাজকর্ম দেখার জন্য আলাদা করে মন্ত্রী থাকলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় এগুলির উপর আলাদা নজর রাখেন। এক্ষেত্রে এই তিন দপ্তরের উপর রদবদল হলে যারা এই সকল দপ্তরের দায়িত্বে রয়েছেন অর্থাৎ বাবুল সুপ্রিয়, রথীন ঘোষের মতো মন্ত্রীর ডানা ছাঁটা হয় কিনা তাই এখন দেখার।

Advertisements

দিন কয়েক আগেই মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং ইন্দ্রনীল সেন বিধানসভাতেই নিজেদের মধ্যে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। বাবুল সুপ্রিয় পর্যটন দপ্তরের মন্ত্রী হিসাবে থাকলেও চেয়ারম্যান হিসেবে পর্যটন উন্নয়ন নিগমের শীর্ষে বসে রয়েছেন ইন্দ্রনীল সেন। অন্যদিকে আবার খাদ্য দপ্তরের কিছু সিদ্ধান্তে খুশি নয় নবান্নের একাংশ বলেই জানা যাচ্ছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই রদবদলে তাদের উপর কোপ পড়ে আর কাদের ওপর দায়িত্ব বাড়ে সেটাই দেখার।

কার উপর কোপ পড়বে আর কার দায়িত্ব বৃদ্ধি পাবে তা সম্পর্কে স্পষ্টভাবে কিছু জানা যায়নি, তবে একাধিক জল্পনা তৈরি হচ্ছে। জল্পনা ইন্দ্রনীল সেন এবং জ্যোতিপ্রিয় মল্লিকের দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। জ্যোতিপ্রিয় মল্লিকের হাতে নতুন করে খাদ্য দপ্তর পৌঁছায় কিনা অথবা পর্যটন দপ্তর ইন্দ্রনীলের হাতে আসে কিনা তা অবশ্য সময় বলবে। তবে এই ধরনের কোন সিদ্ধান্ত হলেই মন্ত্রিসভায় বড়সড় রদবদল হবে তা নিয়ে কোন সন্দেহ নেই।

Advertisements