সহজ হল সিকিম সফর! শুরু হচ্ছে বিমান পরিষেবা, কতদিন চলবে জেনে নিন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বাঙ্গালীদের বলা হয়ে থাকে ভ্রমণপিপাসু। বাঙালিরা হাতে দিন দুয়েক ছুটি পেলেই বেরিয়ে পড়েন ঘুরতে। ঘুরতে যাওয়ার যে সকল জায়গা রয়েছে তার মধ্যে রয়েছে দিঘা, মন্দারমনি, সুন্দরবন, উত্তরবঙ্গের পাহাড় ইত্যাদি ছাড়াও পড়শী বিভিন্ন রাজ্য। আবার পড়শী বিভিন্ন রাজ্যের মধ্যে বহু পর্যটকদেরই কলকাতা থেকে সিকিম (Sikkim) ঘুরতে যেতে দেখা যায়। অনেকেই রয়েছেন যারা উত্তরবঙ্গ ট্যুর করার সঙ্গে সঙ্গে সিকিমও ঘুরে চলে আসেন। এবার এই সকল পর্যটকদের জন্য সুখবর।

Advertisements

সিকিম ঘুরতে যাওয়ার ক্ষেত্রে অধিকাংশ পর্যটকদের নিউ জলপাইগুড়ি অথবা অন্য কোন নিকটবর্তী রেল স্টেশনে নামতে দেখা যায়। তারপর তারা গাড়িতে চড়ে পৌঁছে যান সিকিমের গ্যাংটক সহ বিভিন্ন জায়গায়। যে কারণে উত্তরবঙ্গ অথবা সিকিম ঘোরার ক্ষেত্রে ট্রেনের টিকিট সেই ভাবে পাওয়া যায় না বললেই চলে। এমন পরিস্থিতিতে এবার বিমান পরিষেবা চালু করার ঘোষণা করা হলো এবং এই ঘোষণায় সেই সকল পর্যটকরা উপকৃত হবেন যারা ঘুরতে যেতে চাইছেন অথচ ট্রেনের টিকিট পাননি।

Advertisements

সিকিম পর্যন্ত নতুন বিমান পরিষেবা শুরু হয়ে যাবে ১৫ সেপ্টেম্বর থেকে। দমদম বিমানবন্দর থেকে সিকিমের পাকিয়ং বিমানবন্দর পর্যন্ত চলবে এই পরিষেবা। কলকাতা এবং সিকিমের মধ্যে ব্যবসায়িক ও পর্যটন যোগাযোগ ব্যবস্থা আরও মজবুত করার জন্য এই বিমান পরিষেবা চালু করা হচ্ছে। এই বিমান পরিষেবা চালু হওয়ার ফলে বহু পর্যটক খুব সহজেই পৌঁছে যেতে পারবেন সিকিম।

Advertisements

বিমান পরিষেবা চালু হওয়ার পর সপ্তাহের প্রতিদিনই এই রুটে বিমান চলবে বলে জানা গিয়েছে। সিকিমের এই গ্রিনফিল্ড বিমানবন্দরটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর নতুন করে খোলা হচ্ছে এবং চালু করা হচ্ছে বিমান পরিষেবা। পাকিয়ং বিমানবন্দরের পরিচালক রাজেন্দ্র গ্রোভার জানিয়েছেন, ১৪ মার্চ এই বিমানবন্দর পর্যন্ত বিমান পরিষেবা চালু হয়েছিল। কিন্তু জুন মাস থেকে খারাপ আবহাওয়ার কারণে তা বাগডোগরা পর্যন্ত পরিষেবা দেওয়া হয়। এরপর কিছুদিন বন্ধ থাকে পরিষেবা।

দিল্লি থেকে পাকিয়ং বিমান পরিষেবা চালু হচ্ছে আগামী শনিবার আর কলকাতা থেকে পাকিয়ং বিমান পরিষেবা চালু হবে আগামী ১৫ সেপ্টেম্বর। দিল্লি পাকিয়ং বিমান পরিষেবা সোম এবং শুক্রবার ছাড়া সপ্তাহের পাঁচ দিন চলবে আর কলকাতা থেকে পাকিয়ং বিমান পরিষেবা চলবে সপ্তাহের সাত দিন। এখানে বিমান পরিষেবা দেবে স্পাইসজেট।

Advertisements