Joka taratala metro corridor: এবার পুজোয় আর ঠেলতে হবে না ভিড়! মুশকিল আসান নতুন মেট্রো রুট

Prosun Kanti Das

Published on:

Advertisements

This time, the new metro route will help to avoid the crowd during the puja: মেট্রোরেল কর্তৃপক্ষের উদ্যোগে কলকাতার পরিবহণ পরিষেবা দিনের পর দিন আরও আরো উন্নত ও সহজতর হয়ে চলেছে। যাত্রী সুবিধার্থে একের পর এক করিডোরের পরিকল্পনা করে চলেছে মেট্রো কর্তৃপক্ষে। এরই মধ্যে কলকাতার বিভিন্ন জায়গায় কাজ শুরু হয়ে গেছে। ভবিষ্যতে বহু মেট্রো রুটের সম্প্রসারণ ঘটবে এমনটাই জানিয়েছেন কর্তৃপক্ষ। অন্যদিকে উত্তর-দক্ষিণ করিডোরের পর ইস্ট-ওয়েস্ট এবং জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডোরের কাজও একাংশও চালু হয়ে গিয়েছে। জোকা-তারাতলা মেট্রো (Joka taratala metro corridor) পরিষেবা চালু হয়েছে গত বছরই। সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার জন্যই পদক্ষেপ।

Advertisements

সামনেই আসন্ন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজোর সময় মেট্রো কর্তৃপক্ষর তরফ থেকে বিশেষ পরিষেবা দেওয়া হয় সাধারণ জনগণকে। যার ফলে মণ্ডপ পরিদর্শনকারীরা ব্যাপক উপকৃত হন। তার উপর উপরি পাওনা হলো জোকা-তারাতলা মেট্রো (Joka taratala metro corridor) পরিষেবা যা আরও বেশি সংখ্যক মানুষকে এই বছর উপকৃত করবে।

Advertisements

কলকাতায় বহু মণ্ডপ এমন আছে যেখানে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য মেট্রো রুটের সাহায্য নিতে হয়। চটজলদি জেনে নিন এই করিডোরের (Joka taratala metro corridor) মাধ্যমে কোন পুজোগুলিতে পৌঁছে যাওয়া যাবে সহজেই। ভিড় এড়াতে আপনি সহজেই এই পথ বেছে নিতে পারেন। ঝক্কি আর পোহাতে হবেনা আরাম করেই দেখতে পারবেন মনের মত পুজোগুলি।

Advertisements

আপনি যদি এই করিডোরগুলো (Joka taratala metro corridor) ব্যবহার করেন তাহলে যে স্টেশনগুলোতে যেতে পারবেন সেগুলি হল জোকা, ঠাকুরপুকুর, শখের বাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার ও তারাতলা। আপনি আবার ঠাকুরপুকুর স্টেশন থেকে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবেন এসবি পার্কের পুজো মণ্ডপে। আবার আপনি যদি বড়িশা সর্বজনীন ও উদয়ন ক্লাবের পুজোয় যান তাহলে শখের বাজার থেকে দ্রুত পৌঁছতে পারবেন। বেহালা চৌরাস্তা স্টেশন থেকে তাড়াতাড়ি পৌঁছন যাবে বড়িশা ক্লাব ও প্লেয়ার্স কর্নারের পুজো প্যান্ডেলে। নূতন দল ও দেবদারু ফটকের পুজোতে যদি যান বেহালা বাজার মেট্রো স্টেশনে নামলে তা সামনেই পাবেন। আর তারাতলা মেট্রো স্টেশনের কাছেই পাবেন চেতলা অগ্রণী ও সুরুচি সংঘের পুজো মণ্ডপ।

সম্প্রতি নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডোরের জোরকদমে কাজ চলছে হয়তো খুব শিগগিরই তা শেষ হবে এমনটাই আশা করা যায়। মেট্রো কর্তৃপক্ষ এই রুটে পরিষেবা চালু হওয়ার একটা সম্ভাব্য দিনক্ষণও ঘোষণা করেছে। এই বিষয়ে কি বলেছেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার? চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত পৌঁছে যাবে মেট্রো লাইন। তারপর ২০২৪ সালের জুন মাসের মধ্যে সেক্টর ফাইভের আইটি পার্ক পর্যন্ত এগিয়ে যেতে পারে মেট্রো প্রকল্পের কাজ। আগামী বছরের ডিসেম্বরের মধ্যে মেট্রোর কাজ সিটি সেন্টার টু পর্যন্ত এগিয়ে যাবে বলে আশা করছে জেনারেল ম্যানেজার। ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে সম্ভবত বিমানবন্দর পর্যন্ত এগিয়ে যাবে এই করিডোরের মেট্রো পরিষেবা।

Advertisements