Free Sewing Machine: ফ্রিতে সেলাই মেশিন দিচ্ছে মোদি সরকার? আসল কথা কী জানাল কেন্দ্র

Prosun Kanti Das

Published on:

Advertisements

Free sewing machines will be provided to women by Central Government: কেন্দ্র সরকারের উদ্যোগে বর্তমানে সারা দেশে একাধিক স্কিম চালু আছে। কেন্দ্র সরকার দ্বারা চালু হওয়া এই বিভিন্ন স্কিমগুলোর জন্য উপকৃত হচ্ছে প্রচুর দরিদ্র মানুষ। এমনকি মেয়ে এবং মহিলাদের জন্য মোদী সরকার এনেছে নানা রকম নিত্য নতুন স্কিম। মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য এবং তাদের আর্থিকভাবে সক্ষম করার জন্য এই স্কিমগুলোর গুরুত্ব অপরিসীম। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় বিনামূল্যে গ্যাস কানেকশনের সুবিধা পাচ্ছে বহু পরিবার, এই যোজনার দ্বারা পরিবারের যে কোন মহিলার নামে গ্যাস কানেকশন পাওয়া যাবে। মোদী সরকার মহিলা ও কন্যাদের জন্য অনেকগুলি বিশেষ প্রকল্পও চালু করেছে। তবে সম্প্রতি শোনা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিনামূল্যে সেলাই মেশিন দেওয়া হবে মহিলাদের। খবরটি আদৌ কতটা সত্য তার যাচাই করে নিতে হবে(Free Sewing Machine)।

Advertisements

ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকাল বিভিন্ন রকম খবর ছড়িয়ে পড়ছে নিমেষের মধ্যে। কিন্তু অবশ্যই প্রত্যেকটি খবর যাচাই করে নেওয়া উচিত। একটি ভুয়ো খবর ছড়িয়ে পড়েছে যে, কেন্দ্রীয় সরকার “প্রধানমন্ত্রী ফ্রি সেলাই মেশিন স্কিম ২০২৩” এর আওতায় দেশের সব মহিলাদের বিনামূল্যে সেলাই মেশিন সরবরাহ করবে(Free Sewing Machine)। এই খবরের ভিত্তিতে, অনেকে নিজেদের বা অন্যদের নাম দিয়ে এই স্কিমের জন্য আবেদন করতে শুরু করেছেন।

Advertisements

এই খবরটি ভুয়ো বলে দাবি করেছে রাষ্ট্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ফ্যাক্ট চেক ইউনিট, পিআইবি। পিআইবি তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে একটি পোস্টে বলেছে, কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী ফ্রি সেলাই মেশিন স্কিম ২০২৩ এর আওতায় মহিলাদের বিনামূল্যে সেলাই মেশিন (Free Sewing Machine)সরবরাহ করার মতো কোনও স্কিম চালায় না। এটি প্রতারণার উদ্দেশ্যে ছড়ানো একটি ভুয়ো খবর। পিআইবি আরও বলেছে যে, এই স্কিমের নামের সাথে মিল রেখে এমন কিছু ওয়েবসাইট এবং অ্যাপ তৈরি করা হয়েছে যা মহিলাদের বিনামূল্যে সেলাই মেশিন সরবরাহ করার প্রতিশ্রুতি দেয়। কিন্তু এই ওয়েবসাইট এবং অ্যাপগুলি প্রতারণামূলক। তারা মহিলাদের কাছ থেকে ব্যক্তিগত তথ্য এবং অর্থ হাতিয়ে নিতে পারে।

Advertisements

দরিদ্র এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারকে টার্গেট করে বিনামূল্যে সেলাই মেশিন দেওয়ার মতো (Free Sewing Machine) ভুয়ো খবর ছড়ানো হয়েছে বলে তা ঝড়ের গতিতে ভাইরালও হচ্ছে। এইরকম কঠিন পরিস্থিতিতে কি বলছে কেন্দ্রীয় সরকার? কখনো এই ধরনের কোনো রকম মেসেজ কারো সাথে শেয়ার করা উচিত নয়। সরকারি স্কিম সম্পর্কিত তথ্য জানার জন্য অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে বলা হয়েছে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার দৌলতে নানা রকম খবর প্রায়ই নজরে আসে। স্বাভাবিকভাবে সাধারণ মানুষ এইসব খবর না বুঝেই শেয়ার করে দেয় সবার সাথে। আপনি যদি কোনরকম ভাইরাল মেসেজে সত্যতা যাচাই করতে চান তাহলে যে কোনও ব্যক্তি এই মোবাইল নম্বরটিতে 918799711259 বা socialmedia@pib.gov.in- এ মেইল করে তথ্য পেতে পারেন।

Advertisements