বেশকিছুদিন ধরে এ রাজ্যে আধার স্ক্যান করে প্রতারণার সংখ্যা দিন দিন বাড়ছে। কলকাতা শহর সহ রাজ্যের একাধিক জেলার মানুষের ব্যাংক অ্যাকউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা উধাও হওয়ার খবর তোলপাড় হয়েছিল রাজ্য। যেখানে ব্যাক্তির বায়োমেট্রিক জাল করে অ্যাকউন্ট থেকে তুলে নেওয়া হয়েছে মোটা অংকের টাকা। আর এরই মাঝে আরো এক প্রতারণার সন্ধান পেল কলকাতা পুলিশ। জানা যাচ্ছে, ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ টেলিগ্রামের (Telegram Fraud) মাধমে প্রতারণার জাল বেছানো হচ্ছে এবং বহু মানুষ এর শিকার হচ্ছে।
গত সোমবার বিধাননগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠক করা হয়েছিল যে বিষয়ে। সেখান থেকেই মানুষকে সতর্ক করেছে বিধান নগর মানুষ। এ দিন বৈঠকে জানানো হয়েছে, বর্তমানে চাকরির লোভ দেখিয়ে এবং বিনিয়োগের কথা বলে টেলিগ্রামে (Telegram Fraud) বিভিন্ন মেসেজ আসছে। সেখানে প্রতারকরা লিঙ্ক পাঠাচ্ছে। আর সেই লিঙ্কে ক্লিক করলেই মানুষ প্রতারণার ফাঁদে পড়ছে। এ বিষয়ে এ দিন বেশ কিছু নির্দেশও দেওয়া হয়েছে। সেগুলি প্রতিবেদনের শেষে উল্লেখ করা হয়েছে।
জানা যাচ্ছে, এ বছর টেলিগ্রাম (Telegram Fraud) প্রতারণা নিয়ে এখনো পর্যন্ত প্রায় ২৫টি মতো অভিযোগ জমা পড়েছে। গত সপ্তাহে এ বিষয়ে আরো ৫টি অভিযোগ জমা পড়েছে বলে জানান পুলিশ অফিসাররা। বিধাননগর পুলিশ আরো জানিয়েছে যে, এই প্রতারণার শিকার হয়ে সম্প্রতি এক ব্যক্তির ১ কোটি ৫৩ লক্ষ টাকা উধাও হয়েছে। এখনো পর্যন্ত এই প্রতারণার মাধ্যমে ৪ কোটি ২৪ লক্ষ টাকা উধাও করেছে প্রতারকরা। এখনো পর্যন্ত ৩ জনকে সন্দেহের বসে আটক করা হয়েছে এবং ৩ কোটি ৩১ লক্ষ টাকা ফ্রিজ করা হয়েছে। তাই এই ধরণের প্রতারণা থেকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে পুলিশ।
আজ বিধানননগর থানার পুলিশ এক সাংবাদিক বৈঠক করে ইনস্ট্যান্ট মেজেসিং অ্যাপ টেলিগ্রাম (Telegram Fraud) থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে মানুষকে। বিধানননগর থানার অতিরিক্ত কমিশনার ডিডি চারু শর্মা এ বিষয়ে পাঁচ দফা নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকাগুলি হলো-
১) টেলিগ্রামে কোনো প্রকার বিনিয়োগের স্কিম নেই। তাই এই ধরণের মিথ্যা প্রতিশ্রুতি থেকে সাবধান থাকতে হবে মানুষকে।
২) কোনো সংস্থায় যদি বিনিয়োগ করতে চান তাহলে অবশ্যই সংস্থা সম্পর্কে আগে অবগত হন। এর জন্য সংস্থার ব্যাকগ্রাউন্ড আগে থেকে ভালো ভাবে জেনে নেবেন।
৩) অজানা নম্বর থেকে মেসেজ এলে, কোনো উত্তর না দেওয়াই ভালো এতে করে প্রতারণার ফাঁদে পড়ার ঝুঁকি অনেকটা কমে।
৪) অজানা নম্বর থেকে আপনাকে টেলিগ্রাম গ্রুপে যোগ করানো হলে সে গ্রুপ থেকে বেরিয়ে যেতে হবে।
৫) কোন অচেনা নম্বর থেকে বিনিয়োগ করার জন্য মেসেজ করলে সেই মেসেজ থেকে দূরে থাকবেন। কারণ এভাবেই প্রতারণা ফাঁদ বেচানো হয়।