Work of Another metro station is in full swing: কলকাতার মেট্রো পরিষেবাকে আরও সুবিধাজনক ও জনপ্রিয় করে তোলার লক্ষ্যে কবি সুভাষ-এয়ারপোর্ট (ভায়া রাজারহাট) মেট্রো প্রকল্পের কাজ চলছে জোরকদমে। যা কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন। এই প্রকল্পের আওতায় মোট ১০টি নতুন মেট্রো স্টেশন নির্মিত হচ্ছে। এর মধ্যে একটি হল পিকনিক গার্ডেনের কাছে অবস্থিত ভিআইপি বাজার মেট্রো স্টেশন(VIP Bazar Metro Station)।এই স্টেশনের নির্মাণ কাজ বর্তমানে লোকচক্ষুর আড়ালে চলছে।
তবে, সম্প্রতি এই স্টেশনের (VIP Bazar Metro Station)অভ্যন্তরের কিছু ছবি প্রকাশিত হয়েছে। এই ছবিগুলি থেকে দেখা যাচ্ছে যে, স্টেশনটি বেশ সুন্দর ও আধুনিক ডিজাইনে নির্মিত হচ্ছে। মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, স্টেশনে যে কনক্রিটের কাজ হচ্ছিল তা প্রায় শেষের পথে। আপাতত প্ল্যাটফর্মে ছাদ ঢাকার কাজ চলছে। মেট্রো স্টেশনের মেঝেতে এখন গ্রানাইট বসানো হচ্ছে। সেই কাজও প্রায় শেষ হতে চলেছে বলে মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।
স্টেশনের (VIP Bazar Metro Station) অভ্যন্তরে প্রশস্ত প্ল্যাটফর্ম, উঁচু সিঁড়ি, লিফট ও এসকেলেটার রয়েছে। প্ল্যাটফর্মের উপরে ও পাশে বসার জন্য পর্যাপ্ত আসন রয়েছে। স্টেশনের ছাদ ও দেওয়ালে রঙিন আলোর ব্যবস্থা করা হয়েছে। যাতে স্টেশনটি রাতে আরও সুন্দর দেখায়।চারটি টিকিট কাউন্টার, মহিলা, পুরুষ এবং বিশেষভাবে সক্ষমদের জন্য একটি করে শৌচাগার থাকবে। সেইসঙ্গে থাকবে দুটি ওয়াটার কুলার। এছাড়া অভ্যন্তরে আছে যাত্রীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা। যেমন, বিশ্রামাগার, ওয়েটিং রুম ইত্যাদি। স্টেশনের বাইরেও যাত্রীদের জন্য পার্কিং সুবিধা থাকবে।
ভিআইপি বাজার স্টেশনের (VIP Bazar Metro Station)দৈর্ঘ্য হল ১৮০ মিটার। যাত্রীদের সুবিধার জন্য স্টেশনে পাবলিক অ্যাড্রেস সিস্টেম, ডিজিটাল ডিসপ্লে বোর্ড এবং এমার্জেন্সি লাইটের বন্দোবস্ত থাকবে। দৃষ্টিহীনদের জন্য থাকবে ‘ফ্লোর ইন্ডিকেটর’।
ভিআইপি বাজার মেট্রো স্টেশনটি ২০২৪ সালের মধ্যে চালু করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই স্টেশনটি চালু হলে, পিকনিক গার্ডেন, রাজারহাট, বিধাননগর, সল্টলেক, ও হাওড়ার মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলির মধ্যে যাতায়াতের সুবিধা আরও বাড়বে। মেট্রোর আয় বৃদ্ধির জন্য স্টেশনটির গুরুত্ব অপরিসীম। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, স্টেশনের জায়গা বাণিজ্যিক কারণে ব্যবহারের জন্য দেওয়া হবে। স্টেশনটি চালু হলে প্রচুর যাত্রী আনাগোনা করবেন এমনটাই আশা করছে মেট্রো কতৃপক্ষ।