Largest Railway Station: জানেন দেশের বড় দু’টি রেল স্টেশন কোথায়! জানলে আপনার বুক গর্বে ভরে যাবে

Prosun Kanti Das

Published on:

Advertisements

You will be surprised to know that there are two big railway stations in the country in West Bengal: ভারতের রেল পরিষেবা হলো বিশ্বের অন্যতম বৃহৎ এবং ব্যস্ততম। দেশে অন্যান্য গণপরিবহণগুলির মধ্যে ট্রেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লাখ লাখ মানুষ ট্রেনে চেপেই প্রতিদিন পৌঁছে যান নিজেদের গন্তব্যে। এমনকি, দূরে কোথাও যেতে চাইলে রেলপথের জুড়ি মেলা ভার। ভারতে প্রায় ৭,০০০ রেল স্টেশন রয়েছে, যার মধ্যে অনেকগুলি বড় এবং ব্যস্ত। পশ্চিমবঙ্গ রাজ্যের দুটি রেল স্টেশন ভারতের সবচেয়ে বড় এবং ব্যস্ততম রেল স্টেশন (Largest Railway Station)। এগুলি হল হাওড়া জংশন এবং শিয়ালদহ স্টেশন। এই স্টেশনগুলিতে সবথেকে বেশি প্ল্যাটফর্ম রয়েছে তাই প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াতের জন্য আসেন তা আর বলার অপেক্ষা রাখে না।

Advertisements

হাওড়া জংশন ভারতের বৃহত্তম এবং ব্যস্ততম রেল স্টেশন (Largest Railway Station)। এটি কলকাতা শহরের পূর্ব দিকে হাওড়ার শহরতলিতে অবস্থিত। এই স্টেশনটিতে ২৩টি প্ল্যাটফর্ম রয়েছে এবং প্রতিদিন প্রায় ১ মিলিয়নেরও বেশি যাত্রী যাতায়াত করে। হাওড়া জংশন ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রেল যোগাযোগ কেন্দ্র। এটি কলকাতা থেকে ভারতের বিভিন্ন শহরের সাথে সংযুক্ত করে। স্বাভাবিকভাবেই এটি নিঃসন্দেহে রাজ্যবাসীর কাছে এক বিরাট গর্বের বিষয়। তবে, চমক এখনো অনেক বাকি।

Advertisements

শিয়ালদহ স্টেশন ভারতের দ্বিতীয় বৃহত্তম এবং ব্যস্ততম রেল স্টেশন (Largest Railway Station)। এটি কলকাতা শহরের উত্তর-পূর্ব দিকে শিয়ালদহের শহরতলিতে অবস্থিত। এই স্টেশনটিতে ২১টি প্ল্যাটফর্ম রয়েছে এবং প্রতিদিন প্রায় ৮০০,০০০ যাত্রী যাতায়াত করে। শিয়ালদহ স্টেশন কলকাতা থেকে ভারতের বিভিন্ন শহরের সাথে সংযুক্ত করে। হাওড়া স্টেশনের তুলনায় এখানে ২ টি প্ল্যাটফর্ম কম রয়েছে। হাওড়া স্টেশনে প্রথমদিকের সংখ্যার প্ল্যাটফর্মগুলি পূর্ব রেলের অন্তর্গত হলেও পরের দিকের নম্বরের প্ল্যাটফর্মগুলি দক্ষিণ পূর্ব রেলের অন্তর্গত।

Advertisements

এই দুটি রেল স্টেশন (Largest Railway Station) পশ্চিমবঙ্গের জন্য গৌরব। এগুলি রাজ্যের অর্থনীতি এবং সংস্কৃতির সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। এই স্টেশনগুলি বহু মানুষের জীবনযাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রতিদিনকার জীবনের সাথে যেনো নিবিড়ভাবে জড়িয়ে আছে এই দুটি স্টেশন।

তবে জেনে রাখা আবশ্যক যে, মোট প্ল্যাটফর্মের বিচারে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (১৮ টি প্ল্যাটফর্ম), চতুর্থ স্থান দখল করেছে চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন (১৭ টি প্ল্যাটফর্ম), পঞ্চম স্থান অধিকার করেছে নতুন দিল্লি রেলস্টেশন ( ১৬টি প্ল্যাটফর্ম), উত্তরপ্রদেশের আমেদাবাদ রেল স্টেশন রয়েছে ষষ্ঠ স্থানে (১২ টি প্ল্যাটফর্ম), পাশাপাশি, সপ্তম স্থানে রয়েছে খড়গপুর জংশন। এই স্টেশনেও রয়েছে ১২ টি প্ল্যাটফর্ম।

Advertisements