World’s largest oil refinery to be built in India: বিশ্বের বৃহত্তম তেল শোধনাগার (World largest oil refinery) ভারতে তৈরি হতে চলেছে। বিগত কয়েক বছর ধরে রাজনীতি ও প্রতিবাদে আটকে থাকা প্রকল্পটি শীঘ্রই শুরু হবে। কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান প্রকল্পটিকে দ্রুত চালু করতে একটি যৌথ টাস্ক ফোর্স গঠন করতে সম্মত হয়েছেন। ভারত ও সৌদি আরবের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তির ফলে ভারতে বিশ্বের বৃহত্তম তেল শোধনাগার তৈরির পথ প্রশস্ত হয়েছে।
দুই দেশ সম্মত হয়েছে রত্নাগিরি রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেড (আরআরপিসিএল)-এর নির্মাণ ত্বরান্বিত করার জন্য একটি যৌথ টাস্ক ফোর্স গঠন করতে। এটি G20 শীর্ষ সম্মেলনের সময় ঘোষণা করা একটি উচ্চাভিলাষী ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোরের যৌথ প্রকল্প। আরআরপিসিএল-এর প্রকল্পটি (World largest oil refinery) তৈরি মহারাষ্ট্রে তৈরি করা হবে। এটি একটি যৌথ উদ্যোগ কোম্পানি।
২০১৭ সালে রত্নাগিরি রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেড (আরআরপিসিএল) ভারতের তিনটি জাতীয় তেল কোম্পানি মিলে তৈরি হয়। কোম্পানিগুলি হলো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL), ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL) এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (HPCL)। সংস্থায় তিনটির ৫০:২৫:২৫ ইক্যুইটি রয়েছে। এই প্রকল্পের আওতায় মহারাষ্ট্রের রত্নাগিরি জেলায় একটি ৬০ মিলিয়ন ব্যারেল প্রতিদিন (MBD) ক্ষমতার তেল শোধনাগার নির্মিত হবে। এটি হবে বিশ্বের বৃহত্তম একক-অবস্থান তেল শোধনাগার (World largest oil refinery)।
প্রকল্পের (World largest oil refinery) মোট ব্যয় প্রায় ৮০ বিলিয়ন মার্কিন ডলার। শোধনাগার এবং পেট্রোকেমিক্যাল প্রকল্প ভারতের বৃদ্ধি পাওয়া চাহিদা পূরণ করবে। ভারতে তেলের ক্রমবর্ধমান চাহিদা সাম্প্রতিক বছরগুলিতে রাশিয়ার রোসনেফ্ট থেকে বিপি এবং টোটালে পরিশোধন এবং জ্বালানী খুচরা ব্যবসায় বিনিয়োগ করেছে। শোধনাকারীরা ভারতের চাহিদা মেটাতে খরচ করছে বহু বিলিয়ন ডলার।
ভারতের ক্ষমতা আছে বিশ্বের চতুর্থ বৃহত্তম তৈল পরিশোধন করার। ২০৩০ সালের মধ্যে প্রায় ২০০ মিলিয়ন মেট্রিক টন বৃদ্ধি পাবে। এটি ভারতকে পরিশোধন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতেও এর গুরুত্ব অপরিসীম। ভারতে ইতিমধ্যেই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিকানাধীন গুজরাটের জামনগরে দেশের বৃহত্তম শোধনাগার রয়েছে। পাশাপাশি বিশ্বের বৃহত্তম তেল রফতানিকারক Aramco এবং Adnoc এই অঞ্চলে বাজারের শেয়ার লক আপ করতে এশিয়ার শোধনাগারগুলির সঙ্গে সম্পর্ক জোরদার করতে চাইছে বিশ্বব্যাপী তেলের চাহিদা বৃদ্ধি করার জন্য।