LIC Jeevan Umang Policy: LIC-র লক্ষ্মী স্কিম! মাসে মাসে এত টাকা বিনিয়োগ করলেই মিলবে ১০ লাখের রিটার্ন

Prosun Kanti Das

Published on:

Advertisements

LIC Jeevan Umang Policy gives huge return: ভবিষ্যত নিয়ে চিন্তিত? ভবিষ্যৎ সুরক্ষিত করতে বিনিয়োগ করতে চান? তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য। বর্তমানে ভবিষৎ সুরক্ষিত করতে সকলেই চান। আর সে জন্য দেশের একাধিক পলিসি রয়েছে। যেখানে বিনিয়োগ করে একটা সময় পর ভালো পরিমান টাকা রিটার্ন পাওয়া যায়। আজকের প্রতিবেদনে এমন একটি পলিসি সম্পর্কে বলতে যাচ্ছি, যেখানে মাসে ৫ হাজার টাকা বিনিয়োগ করলে মেয়াদ শেষে মিলবে ১০ লক্ষ টাকা। কীভাবে? যে পলিসি সম্পর্কে বলা হচ্ছে, তার নাম এলআইসি জীবন উমঙ্গ প্ল্যান (LIC Jeevan Umang Policy)।

Advertisements

বলে রাখি জীবন বীমা নিগম বা এলআইসি ভারতের একমাত্র সরকারি বীমা সংস্থা। বেরিভাগ মানুষ এই সংস্থায় বিনিয়োগ করতে পছন্দ করেন। এলআইসিতে বিনিয়োগ নিরাপদ ও কম ঝুঁকিপূর্ণ। আর আজ যে পলিসি সম্পর্কে বলছি, সেটা এলআইসির অন্যতম জনপ্রিয় একটি জীবন বীমা পলিসি। সমাজের সকল স্তরের মানুষের কথা মাথায় রেখে এই পলিসি লঞ্চ করা হয়েছে।

Advertisements

২০১৭ সালের ২০শে এপ্রিল লঞ্চ করা হয় জীবন উমঙ্গ পলিসি (LIC Jeevan Umang Policy)। এই পলিসির বিশেষ সুবিধা হলো এখানে ১০০ বছরের বীমা কভারেজ পাওয়া যাবে। আর ১০০ বছরের আগেই যদি পলিসি হোল্ডারের মৃত্যু হয়, তবে নমিনি ধারকের হাতে টাকা তুলে দেওয়া হবে। এই পলিসিতে খাতা খুলতে গেলে বিনিয়োগকারীর সর্বনিম্ন বয়স হতে হবে ৯০ দিন অর্থাৎ ৩ মাস। সর্বোচ্চ ৫৫ বছর বয়স পর্যন্ত এই পলিসি কেন যাবে। ১৫ বছর, ২০ বছর এবং ৩০ বছরের মেয়াদে বিনিয়োগ করা যাবে। তবে যত কম মেয়াদ হবে প্রিমিয়াম তত বেশি দিতে হবে।

Advertisements

এলআইসি-র জীবন উমঙ্গ পলিসিতে (LIC Jeevan Umang Policy) বিনিয়োগ এবং জীবনবিমা উভয় সুবিধা পাওয়া যায়। এই পলিসি কিনলে মেয়াদ শেষে জমাকৃত মূল রাশির উপর ৮ শতাংশ হারে প্রতি বছর টাকা দেওয়া হবে। এই সুবিধা পাওয়া যাবে ১০০ বছর পর্যন্ত। এর সাথে পলিসি চলাকালীন বা পরে যদি পলিসিধারীর মৃত্যু হয় তাহলে পরিবারের লোক একটি মোটা টাকা রিটার্ন পাবে। এই পলিসিতে বিনিয়োগ করার জন্য নুন্যতম ২ লক্ষ টাকার পলিসি কিনতে হবে। তবে বিনিয়োগের কোনো ঊর্ধ্বসীমা নেই।

প্রসঙ্গত উল্লেখ্য, ধরুন কোনো ব্যক্তি ৪০ বছর বয়সে ৩০ বছরের মেয়াদে জীবন উমঙ্গ পলিসি (LIC Jeevan Umang Policy) কিনলো। সে ক্ষেত্রে ওই ব্যক্তি প্রতি মাসে ১৩০২ টাকা করে প্রিমিয়াম জমা করে, তাহলে ৩০ বছরে মোট ৪.৫৮ লক্ষ টাকা বিনিয়োগ করবে। এবার ওই ব্যক্তির যখন ৭১ বছর বয়স হবে তখন থেকে ১০০ বছর বয়স পর্যন্ত প্রতি বছর ৪০,০০০ টাকা করে পাবে। একই ভাবে কোনো ব্যক্তি ৩০ বছর বয়সে ২০ বছরের জন্য যদি এই প্ল্যান কেন এবং প্রতি মাসে ৫০০০ টাকা করে জমা করে, তাহলে মেয়াদ শেষে ১০ লক্ষ টাকা রিটার্ন পাবে ওই ব্যক্তি।

Advertisements