Optical Illusion: আপনি যা দেখছেন সেটি ভুল! ১৭ সেকেন্ড মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন

Prosun Kanti Das

Published on:

Advertisements

If you don’t pay attention to this optical illusion, it will be an illusion: বর্তমানে সোশ্যাল মিডিয়াতে আশা করি প্রায়ই সবার অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) জাতীয় ধাঁধাগুলো চোখে পড়ে। মস্তিষ্ক এবং চোখের ব্যায়ামের জন্য এগুলোর জুড়ি মেলা ভার। এখানে যেসব ছবি কিংবা ভিডিও থাকে তার সবই একপ্রকার ধাঁধা। ভিডিও কিংবা ছবিতে যা নজরে আসে তা আসলে সঠিক নয়। আবার সঠিক উত্তরটিও হঠাৎ করে চোখে পড়ে না। তবে সঠিক উত্তরটি খুবই সহজ হয়, শুধু আপনাকে ধরিয়ে দেওয়ার অপেক্ষা। আপনার বুদ্ধিমত্তা এবং দৃষ্টিশক্তির পরীক্ষা নিতে অপটিক্যাল ইলিউশনের ধাঁধাগুলো খুবই কার্যকরী। আজকের ভিডিওটিও সোশ্যাল মিডিয়াতে, যথেষ্ট পরিমাণে ভাইরাল হয়েছে।

Advertisements

ছোট্ট এই ভিডিও ক্লিপটি আপনার দৃষ্টিশক্তিকে ঘুরিয়ে দিতে পারে কয়েক সেকেন্ডের মধ্যেই। সঠিক উত্তরটি আপনার সামনে থাকা সত্ত্বেও আপনি তা বুঝতে পারবেন না। অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) ভিডিওটি খুবই সাধারণ মাত্র ১৭ সেকেন্ডের, কিন্তু এমনকি লুকিয়ে আছে যা খালি চোখে দেখা যাচ্ছে না?

Advertisements

একটা গোলাকার জিনিসকে এই ভিডিওতে ঘুরতে দেখা যাচ্ছে। এক নজরে দেখলে মনে হবে গোলাকার জিনিসটির বোধহয় অনেকগুলো স্তর রয়েছে। গোলাকার বস্তুটি যখন দূর থেকে ঘুরছে তখনই মনে হচ্ছে তার ভেতর অনেকগুলো স্তর রয়েছে কিন্তু সামনে আসলে বোঝা যায় ব্যাপারটা একেবারে অন্যরকম। তাহলে এই গোলাকার বস্তুটি আসলে কি? সঠিক উত্তর জানতে গেলে অপটিক্যাল ইলিউশন এর (Optical Illusion) এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে।

Advertisements

X প্ল্যাটফর্মে অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) এই ভিডিওটি শেয়ার করা হয়েছে ১২ই সেপ্টেম্বর @TansuYegen নামক একটি হ্যান্ডেল থেকে। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, ‘আশ্চর্যজনক একটি ইলিউশন।’ ভিডিওটিতে ভিউজ হয়েছে ৪ লাখেরও বেশি এবং লাইক পড়েছে ১০ হাজারেরও বেশি।

অনেকেই এই অপটিক্যাল ইলিউশন এর ভিডিওটিকে বিভ্রান্তিকর এবং আশ্চর্যজনক বলেছে। কেনো এমনটা বলা হয়েছে, জানেন কি? জিনিসটা হঠাৎ করে দেখলে যেমনটা হয় আসলে তা নয়। ভিডিওটি দেখলে আপনার দৃষ্টিশক্তি ও বুদ্ধিমত্তা অন্যরকম রূপ নিলেও আসল উত্তর কি বোঝা যায় না। এটি একপ্রকার সেরা অপটিক্যাল ইলিউশন।

Advertisements