নিজস্ব প্রতিবেদন : ভারতীয় নাগরিকদের কাছে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন (Vande Bharat Express) হল স্বপ্নের একটি ট্রেন। এই ট্রেনটি হল ভারতীয় রেলের (Indian Railways) অন্যতম একটি ফসল। দেশীয় প্রযুক্তির এই ট্রেনটি ইতিমধ্যেই ২৫টি রুটে যাতায়াত করছে। আর আগামী রবিবার অর্থাৎ ২৪ সেপ্টেম্বর আরও ৯ টি রুটে চালু হবে ৯টি বন্দে ভারত।
আগামী রবিবার যে সকল রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালু হতে চলেছে তার মধ্যে অন্যতম একটি রুট হল পাটনা থেকে হাওড়া। নতুন এই বন্দে ভারত ট্রেনটির উদ্বোধনের আগে শুক্রবার রেলের তরফ থেকে সুখবর দেওয়া হল দুর্গাপুরের বাসিন্দাদের। কেননা এর আগে পর্যন্ত এই ট্রেনটির দুর্গাপুরে স্টপেজ দেওয়ার কোন সূচি ছিল না। কিন্তু শেষ মুহূর্তে এসে দুর্গাপুর স্টেশনে (Durgapur Railway Station) স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই এই খবর দুর্গাপুরের বাসিন্দাদের কাছে সুখবর।
রেল সূত্রে জানা যাচ্ছে, আগামী রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে এই ৯টি বন্দে ভারতের সূচনা হবে। সূচনা হবে হাওড়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেসেরও। হাওড়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি ২৬ সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার থেকে বাণিজ্যিকভাবে পরিষেবা দেবে। ট্রেনটি সকাল ৮টায় পাটনা থেকে ছাড়বে এবং দুপুর ২টো ৩৫ মিনিটে হাওড়া এসে পৌঁছাবে। একই দিনে হাওড়া থেকে দুপুর ৩টে ৫০ মিনিটে পাটনার উদ্দেশ্যে রওনা দেবে এবং পাটনা পৌঁছাবে রাত ১০টা ৪০ মিনিটে।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, পাটনা-হাওড়া বন্দেভারত ট্রেন আগামী ২৬ সেপ্টেম্বর থেকে যাত্রা শুরু করবে। ট্রেনটি যাত্রাকালে পাটনাসাহিব, মোকামা, লক্ষীসরাই, জসিডি, জামতারা, আসানসোল ও দূর্গাপুর স্টেশনে থামবে। এই ট্রেনটিতে সফররত যাত্রীরা পাটনা থেকে হাওড়া মাত্র ৬ ঘন্টা ৩৫ মিনিটে পৌঁছাবে। হাওড়া এবং পাটনা দুই স্টেশনের মধ্যে যাতায়াত করার ক্ষেত্রে অন্যান্য ট্রেনে যা সময় লাগে তার থেকে অনেক কম সময় লাগবে বন্দে ভারত এক্সপ্রেসে। স্বাভাবিকভাবেই তা যাত্রীদের কাছে সুখবর।
দুর্গাপুর স্টেশনে ট্রেনটির স্টপেজ দেওয়ার সম্পর্কে সূত্র মারফত যা জানা যাচ্ছে তা হল, হাওড়া থেকে পাটনা যাওয়ার পথে বিকাল ৫:২৮ মিনিটে দুর্গাপুর স্টেশনে এসে পৌঁছাবে এবং সেখানে দু’মিনিট দাঁড়ানোর পর ৫ঃ৩০ মিনিটে রওনা দেবে। অন্যদিকে পাটনা থেকে হাওড়া আসার পথে দুপুর ১২:৩৯ মিনিটে দুর্গাপুর এসে পৌঁছাবে এবং তারপর হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবে দুপুর ১২:৪১ মিনিটে।