নিজস্ব প্রতিবেদন : সামনেই দুর্গাপূজো সহ দেশের বিভিন্ন জায়গায় রয়েছে নানান ধরনের ধর্মীয় অনুষ্ঠান। ধর্মীয় অনুষ্ঠান হোক অথবা উৎসব সব ক্ষেত্রেই প্রয়োজন হয় টাকার। আবার এই সময় অনেকেই রয়েছেন যারা ছোটখাট থেকে শুরু করে মাঝারি ধরনের ব্যবসা (Business) করতে চান এবং সেই ব্যবসা থেকে বাড়তি মুনাফা লুটতে চান। তবে টাকার অভাবে অনেকেই এমন সুযোগ পান না। এবার এক্ষেত্রে বড় সুযোগ করে দিচ্ছে কেন্দ্র সরকার (Central Government)।
কেন্দ্র সরকারের তরফ থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত সহজ ঋণ দেওয়ার ঘোষণা করা হয়েছে। যারা টাকার অভাবে ব্যবসা করতে পারছেন না তারা খুব সহজে মাত্র এক ক্লিকে এই টাকা ঋণ হিসেবে পেতে পারেন এবং নিজেদের ব্যবসা চালাতে পারেন। অথবা পুজোর আগেই এই ঋণের টাকায় নিজেদের নতুন ব্যবসা খুলতে পারেন বা ব্যবসা বৃদ্ধি করতে পারেন। এমন সুযোগ দেশের নাগরিকদের দেওয়া হচ্ছে আরও স্বতন্ত্র হওয়ার জন্য।
কেন্দ্র সরকারের তরফ থেকে ৩ লক্ষ টাকা ঋণ সেই সকল ব্যক্তিদের দেওয়া হচ্ছে যারা মাছ ধরার জাল, দর্জি, মালাকার, রাজমিস্ত্রি, চর্মকার, কুম্ভকার, স্বর্ণশিল্পী, কামার, মৃৎশিল্পীর মত ১৮টি পেশার সঙ্গে যুক্ত। এই প্রকল্পের আওতায় মাত্র সাত শতাংশ সুদে ৩ লক্ষ টাকা ঋণ দেওয়া হচ্ছে। এছাড়াও এই প্রকল্পে যে ঋণ পাওয়া যাবে সেই দিন শোধ করতে পাঁচ বছর সময় পাবেন ঋণগ্রহীতারা।
কেন্দ্র সরকারের তরফ থেকে সুযোগ করে দেওয়া এমন প্রকল্পের মাধ্যমে ঋণ পেতে হলে কমন সার্ভিস সেন্টার থেকে অথবা নিজেদের বাড়ির কম্পিউটার বা মোবাইল থেকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য https://pmvishwakarma.gov.in/ ওয়েবসাইটে যেতে হবে। অনলাইনে আবেদন করতে না পারলেও সুযোগ রয়েছে অফলাইনে আবেদন করার।
যারা অনলাইনে আবেদন করতে চান তাদের https://pmvishwakarma.gov.in/ ওয়েবসাইটে যাওয়ার পর সেখানে অ্যাপ্লিকেন্ট বা বেনিফিশিয়ারি লগইন অপশন দেখতে হবে এবং সেখানে রেজিস্ট্রেশন করতে হবে। যাদের অনলাইনে আবেদন করার ক্ষেত্রে সমস্যা রয়েছে তাদের এই প্রকল্পের আওতায় টাকা পেতে নিজের জেলার ডিআইসি অর্থাৎ শিল্প কেন্দ্র বা ব্যাংকে গিয়ে আবেদন করতে হবে।