পোস্ট অফিসে টাকা রাখেন! জানুন দেখতে দেখতে ডবল করার টিপস্

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রতিদিনের রোজগার এবং প্রতিদিনের খরচের পর প্রতিটি বুদ্ধি সম্পন্ন মানুষেরাই ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করার লক্ষ্য রাখেন। মূলত ভবিষ্যৎকে সুনিশ্চিত করতেই এমন লক্ষ্য নিয়ে চলা হয়। এক্ষেত্রে অধিকাংশ মানুষই দেখা যায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) অথবা পোস্ট অফিসে (Post Office) নিজেদের টাকা সঞ্চয় করে রাখেন। এই দুই আর্থিক সংস্থানের উপর এমন ভরসার মূল কারণ হলো নিরাপত্তা।

Advertisements

এই দিক দিয়ে বিচার করলে আবার দেখা যাবে পোস্ট অফিসের বিভিন্ন স্কিমে দেশের বড় সংখ্যার মানুষ টাকা সঞ্চয় করে রাখেন। এর পিছনে অন্যতম বড় একটি কারণ হলো, পোস্ট অফিসের বিভিন্ন স্কিমে সুদের পরিমাণ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের তুলনায় বেশি। যে কারণে পোস্ট অফিসে যদি কেউ বুদ্ধি খাটিয়ে টাকা জমা রাখেন তাহলে সেই টাকা দেখতে দেখতে দ্বিগুণ হয়ে যাবে।

Advertisements

পোস্ট অফিসে খুব সহজ পদ্ধতিতে টাকা রেখে অল্প সময়ে দ্বিগুণ পড়ার সুযোগ রয়েছে তাদের ফিক্সড ডিপোজিট স্কিমে। অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে যেমন ফিক্সড ডিপোজিট করে বিনিয়োগকারীরা নিজেদের টাকা জমা রাখেন, ঠিক একইভাবে পোস্ট অফিসেও টাকা জমা রাখতে হবে। তবে পোস্ট অফিসে সুদের পরিমাণ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের তুলনায় বেশি।

Advertisements

যদি কোন বিনিয়োগকারী পাঁচ বছরের জন্য ৫ লক্ষ টাকা পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিমে জমা রাখেন তাহলে তিনি ৭.৫% সুদ পাবেন। এক্ষেত্রে পাঁচ বছর পর তার সুদ সহ মোট মূলধনের পরিমাণ দাঁড়াবে ৭ লক্ষ ২৪ হাজার ৯৭৪ টাকা। এই টাকা আবার পরবর্তী পাঁচ বছরের জন্য ফিক্সড ডিপোজিটে জমা রাখলে ১০ বছর পর তা বেড়ে দাঁড়াবে ১০ লক্ষ ৫১ হাজার ১৭৫ টাকা।

পাঁচ বছর ছাড়াও বিনিয়োগকারীরা পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিমে এক বছর, দু’বছর, তিন বছরের জন্যও টাকা জমা রাখতে পারবেন। এক্ষেত্রে যদি কোন বিনিয়োগকারী এক বছরের জন্য ফিক্সড ডিপোজিটে টাকা জমা রাখেন তাহলে তিনি ৬.৯ শতাংশ সুদ পাবেন। দু’বছরের জন্য রাখলে সুদ পাওয়া যাবে ৭ শতাংশ। আর যদি তিন বছরের জন্য ফিক্সড ডিপোজিট করা হয় তাহলে সেক্ষেত্রেও সুদ পাওয়া যাবে ৭ শতাংশ।

Advertisements