Indian Railways Tickets Meaning: ট্রেনের টিকিট কাটার সময় PQWL, GNWL দেখাচ্ছে! কীভাবে বুঝবেন কনফার্ম হবে কিনা!

Prosun Kanti Das

Published on:

Advertisements

Different Meaning of waiting list tickets in Indian Railways: পুজোতে বেড়াতে যাবেন অনেকেই কিন্তু পুজোর সময় ট্রেনের টিকিট কাটা হলো সবথেকে কঠিন কাজ। এই সময় ট্রেনের চাহিদা অনেক বেশি থাকে, তাই অনেক সময় টিকিট পাওয়া যায় না। যদি টিকিট পাওয়া যায়, তাহলেও তা হয় ওয়েটিং লিস্টে। ইতিমধ্যেই রেলের টিকিট বেরোতে শুরু করেছে। ঠিক সকাল ৮টায় যদি আরআইসিটিসি-এর অফিসিয়াল সাইটে লগইন করেন তাহলে পাবেন অক্টোবরের ট্রেনের টিকিট। যদি ভুলবশত আটটার জায়গায় আটটা দশ মিনিট হয়ে যায় তাহলেই আর কনফার্ম টিকিট পাওয়া যাচ্ছে না। ওয়েটিং লিস্টের বিভিন্ন ধরনের রয়েছে, টিকিট কাটার পর দেখাচ্ছে PQWL, GNWL, TQWL,  RLWL, CNF, RAC ইত্যাদি। আপনি কি আদৌ জানেন এসবের মানে (Indian Railways Tickets Meaning)?

Advertisements

আপনি কি আদৌ জানেন এসব লেখার অর্থ কী (Indian Railways Tickets Meaning)? কনফার্ম টিকিট পাবেন কি না সেটাও কি জানেন? ওয়েটিং লিস্টের এই ভাগগুলো সম্পর্কে অবগত থাকলেই বুঝতে পারবেন। তাহলে এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন PQWL, GNWL, TQWL,  RLWL, CNF, RAC শব্দগুলোর অর্থ। PQWL এবং GNWL হল সবচেয়ে সাধারণ। PQWL এর মানে Pooled Quota Waiting List। এই ধরনের ওয়েটিং লিস্টে টিকিট কাটার সময় নির্দিষ্ট কোনও স্টেশন থেকে টিকিট কাটা হয় না বরং, নির্দিষ্ট কোনও রুটের জন্য টিকিট কাটা হয়। এই ধরনের টিকিট সাধারণত ট্রেনের যাত্রাপথের মধ্যবর্তী কোনও স্টেশনে নামার জন্য কাটা হয়। PQWL-এ টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা GNWL-এর তুলনায় কম।

Advertisements

GNWL এর মানে General Waiting List। এই ধরনের টিকিটের মানে (Indian Railways Tickets Meaning) হলো ওয়েটিং লিস্টে টিকিট কাটার সময় নির্দিষ্ট কোনও স্টেশন থেকে টিকিট কাটা হয়। এই ধরনের টিকিট সাধারণত ট্রেনের যাত্রা শুরু বা গন্তব্য স্টেশন থেকে কাটা হয়। GNWL-এ টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা PQWL-এর তুলনায় বেশি। TQWL এর ক্ষেত্রে টিকিট কাটা থাকেনা। আপনি কি তৎকালে টিকিট কেটে ট্রেনে উঠবেন? আপনাকে কিন্তু তৎকালে দেখাতে পারে ওয়েটিং। তৎকালে টিকিট কাটার পর ওয়েটিং লিস্টে থাকলে টিকিটের পাশে আপনাকে TQWL দেখাতে পারে। এই ধরনের টিকিট কনফার্ম হয় না।

Advertisements

RLWL অর্থাৎ Remote Location Waiting List, এইধরনের দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে বেশ কিছু স্টেশনকে রিমোট লোকেশন হিসেবে চিহ্নিত করা হয়। আপনি যদি টিকিট কাটার সময় সেই সব স্টেশনে নামতে চান সেক্ষেত্রে টিকিট কনফার্ম না হলে RLWL দেখায়। এই ধরনের স্টেশনগুলোতে সব ট্রেন দাঁড়ায় না। তাই টিকিটের পাশে RLWL দেখালে সেইসব টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা কম। CNF অর্থাৎ আপনার টিকিটের পাশে যদি CNF (Indian Railways Tickets Meaning) দেখায়, তাহলে চিন্তা করার কিছু নেই। কনফার্ম টিকিট হলে তখনই CNF বা Confirmed দেখায়।

সর্বশেষে RAC অর্থ জেনে নিন। ধরুন আপনার টিকিট ওয়েটিং লিস্টে ছিল কিন্তু যদি সেই টিকিট কনফার্ম হয়, তাহলে টিকিটের পাশে RAC অর্থাৎ Reservation Against Cancellation দেখায়। এইধরনের টিকিট এর ক্ষেত্রে আপনাকে আরও একজনের সঙ্গে সিট শেয়ার করতে হবে। অর্থাৎ একটি সিটে দু’জন যাত্রা করেন।

Advertisements