What to do if you are a victim of Aadhaar biometric fraud: ব্যাঙ্ক হলো সাধারণ মানুষের কাছে সঞ্চয়ের সবথেকে বড় ভরসা। কিন্তু ব্যাংকে টাকা রেখেও কি স্বস্তিতে আছে সাধারণ মানুষ? প্রতারকদের খপ্পরে পড়লে আপনার রাতের ঘুম উড়তে বাধ্য। জানলে অবাক হয়ে যাবেন আপনিও একই পরিবারের পাঁচ সদস্যের অ্যাকাউন্ট ফাঁকা করে নিয়ে নিয়েছে প্রায় এক লাখ টাকা। প্রবীণ ব্যক্তি অনেক কষ্টে টাকা জমিয়েছিলেন মেয়ের বিয়ের জন্য। সেই টাকা রাতারাতি গায়েব হয়ে গেছে আধার বায়োমেট্রিক জালিয়াতি (Aadhaar Biometric Fraud) জন্য।
কোথায় ঘটেছে এই ঘটনা? ঘটনাটি হলো পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের আগর গ্রামের। গ্রামের কৃষক পরিবারের সদস্যরা হলো রণজিৎ রায়, অভিজিৎ রায়, অনিল রায়, অজিত রায়। তারা দাবি করে যে, শুক্রবার দিন তাঁদের মোবাইলে মেসেজ আসে এবং দশ হাজার করে বেশ কিছু দফায় টাকা তোলা হয়েছে তাঁদের পাঁচ ভাইয়ের অ্যাকাউন্ট থেকে। লেখা দেখা যায় ‘AEPS Cash Withdrawal’। ফাঁকা ব্যাংক অ্যাকাউন্ট দেখে তাদের চক্ষু চড়কগাছ। আন্দাজ করা হয়েছে সবকিছুর পিছনে আছে আধার বায়োমেট্রিক জালিয়াতি (Aadhaar Biometric Fraud)।
এ বিষয়ে রণজিৎ রায় বলেন যে, স্টেট ব্যাঙ্কে টাকা রেখেছিলাম মেয়ের বিয়ের জন্য, যখনই টাকা তুলতে যাই দেখি একটি টাকাও নেই। রায় পরিবারের অন্যান্য সদস্যরাও প্রতারিত হয় এবং তারা ব্যাঙ্কের সঙ্গে কথা বললে সেই মুহূর্তেই পুলিশে অভিযোগ জানানোর কথা বলা হয়। ইতিমধ্যেই তাঁদের পরিবারের তরফে জিডি করা হয়েছে। পরিবারের আরেক সদস্য অজিত রায় বলেন, তারা সব ভাই মিলে এক বছর আগে জমি রেজিস্ট্রি করতে গিয়েছিল। তারা সন্দেহ করেছে সেখান থেকেই ফিঙ্গারপ্রিন্ট জাল করা হয়েছে(Aadhaar Biometric Fraud)।
বিগত বেশ কিছু মাস ধরেই আধার কার্ড প্রতারণা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে বিভিন্ন জায়গায়। ‘আধার এন্যাবল্ড পেমেন্ট সিস্টেম’-এর মাধ্যমে আধার কার্ড ও বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট জাল (Aadhaar Biometric Fraud) করে সাধারণ মানুষের অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা। রাজ্যের বিভিন্ন জায়গা থেকেই বহু অভিযোগ জমা পড়েছে।
সম্প্রতি এই প্রতারণা চক্রের শিকার হয়েছেন এক টলি অভিনেত্রী। সাধারণ মানুষের মাথায় হাত কিভাবে উদ্ধার পাবে এর হাত থেকে? সাইবার বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, এরথেকে বাঁচার একমাত্র উপায় আধারের ওয়েবসাইটে গিয়ে যদি বায়োমেট্রিক আধার লক করা। তবে, এর উপর পুরোপুরি ভরসা করা যায়না। সম্প্রতি AEPS আনলক থাকা সত্ত্বেও ব্যাঙ্ক থেকে টাকা উধাও হবার ঘটনা ঘটেছে। স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে। অবিলম্বে এই চক্রের মাথাদের গ্রেফতার করা উচিত, চাইছেন প্রতারিতরা। প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তবে আপনি যদি এই প্রতারনা চক্রের শিকার হয়ে থাকেন বা এই চক্রের হাত থেকে বাঁচতে চান, তাহলে নিম্ন লিখিত কয়েক বিষয় মেনে চলা অবশ্য জরুরীঃ
১) OTP-এর জন্য মোবাইল/ইমেল রেজিস্ট্রেশন
সাম্প্রতিক সময়ে, আধার এবং এর দ্বারা প্রাপ্ত সুবিধাগুলি অ্যাক্সেস করা আরও সহজ হয়ে উঠেছে। বেশিরভাগ সময়েই প্রমাণীকরণ প্রক্রিয়ার জন্য এক-কালীন একটি পাসওয়ার্ড (OTP) আপনার ফোন বা ইমেল আইডিতে পাঠানো হয় যা, আপনার আধারে ইতিমধ্যে নিবন্ধিত। মনে রাখতে হবে, কখনই, কোন পরিস্থিতিতে, এই বিবরণগুলি কারও সাথে শেয়ার করা যাবে না। আপনি যদি নম্বরটি হারিয়ে ফেলেন বা পরিবর্তন করেন, তাহলে আপনার আধার কার্ডের সাথে সেটি আপডেট করা বাধ্যতামূলক।
২) আধার বায়োমেট্রিক্স লকিং
ইতিমধ্যে বায়োমেট্রিক্স সিস্টেমে আইরিস স্ক্যান, আঙুলের ছাপ এবং ফটোগ্রাফ আধার কার্ডের সাথে লিঙ্ক করা আছে। যদিও এর ফলে জালিয়াতি করা খুব কঠিন। কিন্তু অতীতে এমন কিছু ঘটনা ঘটেছে যেখানে ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করার জন্য আঙ্গুলের ছাপ জাল করা হয়েছিল। এমন ক্ষেত্রে, আধার বায়োমেট্রিক্স লকিং বিকল্প সবচেয়ে কার্যকরী। UIDAI তার কার্ডধারীদেরকে সেইজন্য সবসময় বায়োমেট্রিক্স লক করে রাখার পরামর্শ দেয়। এটি ওয়েবসাইট বা mAadhaar অ্যাপের মাধ্যমে করা যেতে পারে।
৩) ভার্চুয়াল আইডি (ভিআইডি) ব্যবহার করুন
এটি একটি অস্থায়ী প্রত্যাহারযোগ্য ১৬-সংখ্যার নম্বর যা আধার নম্বরের সাথে যুক্ত করা হয়েছে। যখনই OTP ই-কেওয়াইসি পরিষেবা প্রয়োজন হবে, তখনই এটি আধার নম্বরের জায়গায় ব্যবহার করা যেতে পারে। ভিআইডি থেকে আধার নম্বর কখনোই নেওয়া সম্ভব হবে না।
৪) নিয়মিত চেক পরিচালনা করুন
প্রতিনিয়ত আপনার আধার কার্ড যাচাই করুন, যাতে ভবিষ্যতে কোনো সমস্যায় না পড়তে হয়। UIDAI পোর্টালে যান এবং Authentication History খুঁজে দেখুন। নিরাপত্তার জন্য UIDAI সর্বদাই নতুন নতুন সিস্টেম আপডেট করে যাচ্ছে। আপনি যদি এটি অনলাইনে যাচাই করতে চান, তবে তার জন্য রয়েছে মাত্র তিনটি সহজ পদক্ষেপ।
- অফিসিয়াল UIDAI পোর্টালে যান এবং ওয়েবসাইটের উপরের ডানদিকে, ড্রপ-ডাউন মেনু থেকে ‘My Aadhaar’ বিকল্পটি নির্বাচন করুন।
- এর পরে, ‘Verify an Aadhaar Number’ বিকল্পটি বেছে নিন। আপনি এটি ‘আধার পরিষেবা’ বিভাগের অধীনে পাবেন।
- এটি আপনাকে একটি নতুন পেজে নিয়ে যাবে, যেখানে আপনাকে ক্যাপচা সহ ১২-সংখ্যার আধার নম্বর (UID) লিখতে বলা হবে। একবার আপনি এটি প্রবেশ করালে, নীচের ‘যাচাই করতে এগিয়ে যান’ বোতামে ক্লিক করুন। এরপর আপনার আধার কার্ড বৈধ কিনা তার সমস্ত বিবরণ আপনাকে দেখানো হবে।