This is the main reason why new tyres have Spikes: সাইকেল, বাইক, গাড়ি কিংবা লরি সব ধরণের যানবাহনে যখন নতুন টায়ার লাগানো হয়, তখন এক বিশেষ জিনিস নজরে আসে। তা হলো টায়ারের গায়ে থাকা ছোট ছোট রোম (Spikes on motorbike tyres)। নতুন টায়ার কিনলে বা লাগলে এই জিনিসটি সকলেই লক্ষ্য করে থাকবেন। দীর্ঘদিন গাড়ি চালানোর পর তা ক্ষয়ে ক্ষয়ে নষ্ট হয়ে যায়। আপনিও কি কখনো টায়ারে মধ্যে এমন জিনিস লক্ষ্য করেছেন? জানেন কেন টায়ারে গায়ে এমন রোম থাকে? চলুন কারন আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো।
নতুন টায়ারের গায়ে যে রোম রোম থাকে (Spikes on motorbike tyres) তা নিয়ে প্রশ্নের শেষ নেই। অনেক সময় গাড়ির টায়ারে এমন রোম দেখলে বাচ্চারা তা টেনে টেনে ছিঁড়ে ফেলে। তবে জানেন এগুলোর নাম কী? এর প্রয়োজনীতাও বা কী? আসলে নতুন টায়ারে থাকা এই রোম গুলিকে ‘ভেন্ট স্পিউস’ বা ‘ভেন্ট স্পাইক’ বলা হয়। অন্যদিকে এগুলিকে স্পিউস নাবস, টায়ার নিবস, গেট মার্কস অথবা নিপার্সও বলা হয়ে থাকে। কেউ কেউ বলেন নতুন টায়ার কেনার সঙ্গে সঙ্গে এই ধরণের রোম কেটে দেওয়া ভালো। আবার কেউ কেউ বলে, এগুলি কেটে ফেললে গাড়ির টায়ারে ক্ষতি হয়। আসলে কেন এগুলি টায়ারে থাকে জানেন কী?
আসলে টায়ার তৈরি করার সময় যখন রাবার গলিয়ে ছাঁচে দেওয়া হয়, তখন অতিরিক্ত রবার ছাঁচ থেকে বেরিয়ে আসার জন্য জায়গায় জায়গায় ছিদ্র করে দেওয়া থাকে। এই ছিদ্র দিয়েই বেরিয়ে আসে অতিরিক্ত রবার। আর ওই ছিদ্র হয়ে যে রাবার বেরিয়ে আসে তার কিছু অংশ ছিদ্রে আটকে থাকে। পরে তা টায়ারে পৃষ্ঠে লেগে থাকে। এক কথায় টায়ার তৈরির সময়ই এটা লেগে থাকে। এ বিষয়ে মোটরগাড়ি বিশেষজ্ঞ মার্গারেট স্টাইন জানিয়েছেন, ‘এই রোমগুলো এটা নিশ্চিত করে যে টায়ারের ভেতর কোনো বাতাস বা গ্যাস আটকে নেই। এই বাতাস টায়ারের অবকাঠামোগত ক্ষতি ও এর কার্যক্ষমতার উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। টায়ার নিরাপদ কি না, সেটিও সহজে যাচাই করা যায় এই রোমগুলো দেখে।’
তবে এগুলি টায়ারে থাকা আর না থাকা সমান। কারণ নিরাপদ ভাবে গাড়ি চালানোর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ভেন্ট স্পিউস (Spikes on motorbike tyres) যদি টায়ারে থাকে তাহলে বুঝবেন সেটি নতুন, নয়তো ভাববেন সেটি পুরানো। এ ছাড়া গাড়ির অন্যান্য ক্ষেত্রে এর কোনই ভূমিকা নেই তাই অনেকে এগুলি কেটেও ফেলেন। তবে কাটার সময় লক্ষ্য রাখতে হবে যাতে মূল টায়ার না কেটে যায়।