A surprising railway station, which does not have platform number 1: দেশের যাতায়াত ব্যবস্থার অন্যতম মাধ্যম হলো রেলপথ। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ রেলপথ ব্যবহার করে যাতায়াতের জন্য। ভারতীয় রেল বিশ্বের অন্যতম বৃহত্তম রেল ব্যবস্থাগুলির মধ্যে একটি। ভারতীয় রেলের অধীনে একাধিক রেল স্টেশন রয়েছে, যেখানে প্রতিদিন বহু ট্রেন আসা যাওয়া করে। যাত্রীরা এই স্টেশন থেকেই ট্রেন ধরে। আবার এই স্টেশনেই থেকে থেকে নামে। তবে ভারতীয় রেলের অধীনে থাকা এমন অনেক স্টেশন (Numberless Railway Platform) রয়েছে, যাকে কেন্দ্র করে বেশ কিছু অবাক করা ঘটনা হয়েছে। যে বিষয়টি শুনলে আপনি বিস্মিত হবেন। আজ এমনই এক অবাক করা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো।
আসলে আজ আপনাদের সঙ্গে ভারতীয় রেলের এমন একটি স্টেশন সম্পর্কে বলতে যাচ্ছি, যে স্টেশনে ১ নম্বর প্ল্যাটফর্ম নেই (railway station without numberless platform)। কী অবাক হচ্ছেন? হ্যাঁ, অবাক হওয়ারই কথা। কেননা সাধারণত রেল স্টেশনগুলিতে ১ নং থেকে শুরু করে অসংখ্য প্ল্যাটফর্ম থাকে। লোকাল স্টেশনে প্ল্যাটফর্মের সংখ্যা কম, তবে জংশন স্টেশনে প্ল্যাটফর্মের সংখ্যা বেশি থাকে। কিন্তু উভয় জায়গাতেই ১ নম্বর প্ল্যাটফর্ম থেকেই স্টেশন প্ল্যাটফর্ম শুরু হয়। তবে আজ যে প্ল্যাটফর্মটি সম্পর্কে বলছে, সেই রেল স্টেশনে কোনো ১ নং প্ল্যাটফর্ম নেই (Numberless Railway Platform)।
এই রেল স্টেশনটি আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহারে অবস্থিত। যার নাম বারাউনি জংশন। এটি বিহারের বেগুসরাই জেলার মধ্যে অবস্থিত। যা দেশের অন্যতম ব্যস্ত রেল স্টেশনগুলি মধ্যে একটি। এই রেল স্টেশন থেকে প্রতিদিন ১ লক্ষ যাত্রী যাতায়াত করেন। গঙ্গা লাগোয়া বারাউনি গ্রামের নাম অনুসারে এর নাম দেওয়া হয় বারাউনি জংশন। এটি দেশের অন্যতম পুরানো একটি রেল স্টেশনও বটে।
জেনে অবাক হবেন এই রেল স্টেশনে ২ থেকে ৯ পর্যন্ত প্ল্যাটফর্ম থাকলেও, ১ নম্বর প্ল্যাটফর্ম কিন্তু কোথাও খুঁজে পাবেন না (Numberless Railway Platform)। যদিও স্থানীয় বাসিন্দারা মজা করে বলেন, এই স্টেশনের ৩ কিমি দূরে রয়েছে এর ১ নম্বর প্ল্যাটফর্ম। তবে আদতে এমনটা নয়। যে বিষয়ে এক রেল আধিকারিক জানিয়েছেন, “আসলে এমন কোনো ব্যাপার নেই। স্থানীয় মানুষ যেটিকে ১ নম্বর প্ল্যাটফর্ম বলেন সেটি ওই শহরের দ্বিতীয় রেলস্টেশন।”
১ নম্বর প্ল্যাটফর্মে (Numberless Railway Platform) সম্পর্কে আরো এক রেল আধিকারিকের থেকে জানা গিয়েছে যে, “ব্রিটিশ আমল থেকে এই স্টেশনের ২ থেকে ৯ নম্বর প্ল্যাটফর্ম রয়েছে। যদিও, ১ নম্বর প্ল্যাটফর্মটা সেখানে নেই। তবে, কিছু কিছু ক্ষেত্রে দেশের অন্যান্য প্রান্ত থেকে আসা ট্রেন স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে থামবে বলেও জানানো হয়। এমনকি, মাঝেমধ্যে তো আবার ১ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন থামার কথাও ঘোষণা করে ফেলে রেল। যার ফলে বাইরের যাত্রীরা ওই প্ল্যাটফর্ম খুঁজে পেতে সমস্যায় পড়েন। আসলে বারাউনি জংশনে ১ নম্বর প্ল্যাটফর্ম তো কখনই ছিল না।”