কড়কড়ে ১ লক্ষ টাকা জেতার সুযোগ দিচ্ছে ISRO! করতে হবে শুধু এই ১০ কাজ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : এখন ভারতীয় মহাকাশ গবেষণাগার ইসরোর (ISRO) জয় জয়কার চারদিকে। চন্দ্রযান-৩ (Chandrayaan 3) সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করার পর ভারতের নাম বিশ্বের দরবারে স্বর্ণাক্ষরে লেখা হয়ে গিয়েছে। ইতিমধ্যেই এই মিশনের অন্যতম অংশীদার ল্যান্ডার বিক্রম (Lander Vikram) এবং রোভার প্রজ্ঞান (Rover Pragyan) নিজেদের কাজ সম্পূর্ণ করে ফেলেছে। যদিও তাদের পুনরায় ঘুম থেকে ওঠার আশা করা হচ্ছিল, তবে তা সম্ভব হয়নি।

Advertisements

অন্যদিকে এই মিশন সফল হওয়ার পর মিশনের বিভিন্ন বিষয়বস্তু নিয়ে দেশের মানুষদের মধ্যে কৌতূহল এখন চরমে রয়েছে। দেশের মানুষ এই মিশন সম্পর্কে আরও অনেক কিছু জানতে আগ্রহ প্রকাশ করছেন। আবার এই সকল কৌতুহল এবং আগ্রহের মাঝেই ইসরোর তরফ থেকে কড়কড়ে ১ লক্ষ টাকা জেতার সুযোগ করে দেওয়া হল দেশের মানুষদের। কড়কড়ে ১ লক্ষ টাকা জেতার জন্য করতে হবে কেবল মাত্র ১০ টি কাজ।

Advertisements

আসলে ইসরোর তরফ থেকে চন্দ্রযান ৩ নিয়ে একটি মহা ক্যুইজের আয়োজন করা হয়েছে। যে ক্যুইজে অংশগ্রহণ করে যারা সফলতা অর্জন করবেন অর্থাৎ বিজয়ীদের আকর্ষণীয় সব পুরস্কার দেওয়া হবে। এই প্রতিযোগিতায় প্রথম তিনজন স্থানাধিকারীকে পুরস্কৃত করবে ইসরো। এমন একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ইসরো প্রধান এস সোমনাথ দেশের মানুষকে আহ্বান জানিয়েছেন।

Advertisements

এমন মহা ক্যুইজের আয়োজন করা হয়েছে মূলত মহাকাশ সম্পর্কে আরও জানতে এবং সকলের কৌতুহল স্পৃহাকে আরও বাড়িয়ে তোলার জন্য। যারা এই প্রতিযোগিতার বিষয়ে আগ্রহী তাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে সরকারি ওয়েবসাইট mygov.in এর মাধ্যমে। এই ওয়েবসাইটে প্রবেশ করলেই একেবারে সামনেই দেখা যাবে এই মহা ক্যুইজের লিঙ্ক। সেখানে ক্লিক করলে খুলে যাবে নতুন একটি পেজ। নতুন যে পেজটি খুলবে সেখানে ক্যুইজে অংশগ্রহণ করার জন্য আপনাকে আপনার নাম, জন্ম তারিখ, মোবাইল নম্বর, রাজ্য এবং জেলা ও মোবাইল নম্বরে আসা ওটিপি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করা হলেই আপনার সামনে খুলে যাবে MCQ।

যে MCQ দেওয়া হবে সেখানে থাকবে ১০টি প্রশ্ন। সেই ১০ টি প্রশ্নের উত্তর আপনাকে সঠিকভাবে দিতে হবে এবং সেই সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পাওয়া যাবে মোট পাঁচ মিনিট বা ৩০০ সেকেন্ড। এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবেন এবং তাদের মধ্যে প্রথম তিনজন স্থানাধিকারীকে প্রথম পুরস্কার হিসাবে দেওয়া হবে ১ লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার হিসেবে দেওয়া হবে ৭৫ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার হিসাবে দেওয়া হবে ৫০ হাজার টাকা।

Advertisements