বন্দে ভারতে চড়ার তীব্র শখ! নামমাত্র টাকায় ঘুরে আসুন দুর্গাপুর থেকে আসানসোল

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় নাগরিকদের কাছে গণপরিবহনের লাইফ লাইন হিসেবে জায়গা করে নিয়েছে রেল পরিষেবা (Indian Railways)। প্রতিদিন দেশের প্রায় এক কোটি মানুষ ভারতীয় রেলের উপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করেন। সাধারণ মানুষদের এমন ব্যাপক চাহিদার কথা মাথায় রেখে রেলের তরফ থেকেও প্রতিনিয়ত পরিষেবায় বৈপ্লবিক পরিবর্তন আনা হচ্ছে। আর সেই সকল পরিবর্তনই অন্যতম ফসল হিসাবে দেশের ৩৪টি রুটে চালু করা হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)।

Advertisements

প্রথমে ছিল ২৫ টি পরে এক ধাক্কায় এই সংখ্যা ৩৪টি হয়ে যায় তখনই যখন গত রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে একসঙ্গে ৯টি বন্দে ভারতের সূচনা হয়। এই ৯টি বন্দে ভারতের মধ্যে আবার দুটি বাংলার কপালে জুটেছে। বাংলার কপালে নতুন দুটি বন্দে ভারত আসার ফলে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ। নতুন যে দুটি বন্দে ভারত বাংলার কপালে জুটেছে তার মধ্যে একটি হাওড়া থেকে পাটনা এবং পাটনা থেকে হাওড়া ও আরেকটি হাওড়া থেকে রাঁচি এবং রাঁচি থেকে হাওড়া যাতায়াত করছে। এর মধ্যে হাওড়া-পাটনা রুটে বাংলার সবচেয়ে কাছের দুটি স্টেশন হলো দুর্গাপুর এবং আসানসোল (Durgapur to Asansol Vande Bharat Express)। পশ্চিম বর্ধমানের মত একই জেলায় এই বন্দে ভারতের দুটি স্টপেজ দেওয়া হয়েছে।

Advertisements

বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে দেশের বহু মানুষেরই একবার চড়ার শখ রয়েছে। কিন্তু সাধ্যের বাইরে ভাড়া হওয়ার কারণে অনেকেই সেই শখ পূরণ করতে সাহস করেন না। তবে যদি কারো তীব্র সখ থাকে তাহলে তিনি আসানসোল থেকে দুর্গাপুর অথবা দুর্গাপুর থেকে আসানসোল বন্দে ভারতে চড়ে নিজের শখ পূরণ করতে পারেন। কেননা এই দুই স্টেশনের দূরত্ব মাত্র ৪২ কিলোমিটার, আর তার জন্য নামমাত্র খরচ করতে হবে।

Advertisements

দুর্গাপুর থেকে আসানসোল যাওয়ার ক্ষেত্রে বুধবার বাদে প্রতিদিন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি দুর্গাপুর স্টেশনে দাঁড়ায় বিকাল ৫:৩০ মিনিটে এবং ৫:৩২ মিনিটে আসানসোলের উদ্দেশ্যে রওনা দেয়। দুর্গাপুর থেকে আসানসোল যেতে সময় নিচ্ছে মাত্র ২৩ মিনিট অর্থাৎ ট্রেনটি আসানসোল পৌঁছাবে বিকাল ৫:৫৩ মিনিটে। অন্যদিকে আসানসোল থেকে দুর্গাপুরের প্রসঙ্গে বলা হলে বলা যায়, তাহলে ট্রেনটি বুধবার বাদে প্রতিদিন দুপুর ১২:১৮ মিনিটে আসানসোল স্টপেজে এসে দাঁড়াবে এবং ১২:২০ মিনিটে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেবে। দুর্গাপুর পৌঁছাবে দুপুর ১২:৩৯ মিনিটে। এক্ষেত্রে ট্রেনটি আসানসোল থেকে দুর্গাপুর পৌঁছাতে সময় নেবে মাত্র ২১ মিনিট।

এখন যদি ভাড়ার কথায় আসা যায় তাহলে দুর্গাপুর থেকে আসানসোলের ভাড়া বেশি। কেননা যাত্রীদের দুর্গাপুর থেকে আসানসোল যাতায়াতের জন্য খরচ করতে হবে সিসি টিকিটের জন্য ৪৩০ টাকা এবং এক্সিকিউটিভ চেয়ার কার টিকিটের জন্য ৭৯৫ টাকা। অন্যদিকে আসানসোল থেকে দুর্গাপুরের জন্য সিসি টিকিটের খরচ পড়বে ৩৮০ টাকা এবং এক্সিকিউটিভ চেয়ার কারের টিকিটের খরচ ৭০৫ টাকা।

Advertisements