Modi home loan scheme: গৃহহীনদের বাড়ি তৈরি হবে সহজেই, কালিপুজোয় ভর্তুকিতে হোম লোন দেবে কেন্দ্র

Prosun Kanti Das

Published on:

Advertisements

আপনি কি বাড়ি কিনবেন বলে ভাবছেন? এর জন্য হোম লোন নিতে চাইছেন? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। এবার হোম লোনের উপর ভর্তুকি দেবে কেন্দ্র সরকার। আগামী দু এক মাসের মধ্যেই এই সুখবর পেতে চলেছেন মানুষ। সূত্র মারফত জানা যাচ্ছে, দীপাবলির আগেই এই বাম্পার স্কিম চালু করবে মোদী সরকার (Modi home loan scheme)। এতে করে যে সমস্ত মানুষের আয় কম, তাদের বিশেষ সুবিধা মিলবে হোম লোন নেওয়ার ক্ষেত্রে।

Advertisements

গত কয়েক বছর ধরে হোম লোনের কিস্তির ক্ষেত্রে সুদের পরিমাণ বেড়েই চলেছে। তাই সাধারণ মানুষকে স্বস্তি দিতে এবার হোম লোনের উপর ভর্তুকি দেবে কেন্দ্র সরকার। এ জন্য এক নতুন স্কীম খুব শীঘ্রই প্রকাশ করা হবে। তবে সরকারি ভাবে এখনো পর্যন্ত এ বিষয়ে কিছু জানানো হয়নি। কিন্তু এ সম্পর্কে একটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে, সরকার হোম লোনের উপর ভর্তুকি দেবে। কয়েক মাসের মধ্যেই এই স্কীমটি (Modi home loan scheme) বাজারে আনা হবে বলে দাবি করেছে ওই রিপোর্ট। সামনেই লোকসভা নির্বাচন। এর সাথে কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচনও রয়েছে, যে কারণে এ বছরের শেষ দিকেই এই স্কিম আনা হবে বলে মনে করা হচ্ছে।

Advertisements

এই রিপোর্টে বলা হয়েছে, হোম লোনে ভর্তুকির জন্য ৫ বছরের জন্য প্রায় ৬০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যে সমস্ত ব্যাক্তি ২৫ লক্ষ টাকা পর্যন্ত হোম লোন নেবেন, তারা এই স্কীমের (Modi home loan scheme) সুবিধা পাবেন। ৯ লক্ষ টাকার হোম লোন নেওয়া নিলে, মিলবে ৩ থেকে ৬.৫ শতাংশ সুদের হার ভর্তুকি। যদিও এক স্কিম সম্পর্কে এখনো স্পষ্ট ভাবে কিছু প্রকাশ করা হয়নি। তাই কত টাকা ভর্তুকি দেবে তা এখনো স্পষ্ট নয়। তবে ওই রিপোর্টে বলা হয়েছে, ২০ লক্ষ টাকার হোম লোনের ক্ষেত্রে সুদের বোঝা অনেকটা কমবে। এছাড়া ২০ বছরের জন্য যারা ৫০ লক্ষ টাকা লোন নেবেন, তারাও এই সুবিধা পাবেন।

Advertisements

গত আগস্ট মাসে স্বাধীনতা দিবস উপলক্ষে বক্তৃতা দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হোম লোনের উপর ভর্তুকি দেয়ার কথা ঘোষণা করেন। তিনি এই বক্তৃতায় বলেছিলেন, কেন্দ্র সরকার একটি নতুন স্কীম (Modi home loan scheme) আনবেন, যে স্কীমের মাধ্যমে মানুষ খুবই সস্তায় হোম লোন প্রদান করবেন। তবে তখন এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত ভাবে কিছু বলা হয়নি। জানা যাচ্ছে, খুব শীঘ্রই মন্ত্রিসভা থেকে এই প্রকল্প গৃহীত হবে। আর এই পরিষেবা শুরু হলে হোম লোনের গ্রাহকদের অ্যাকাউন্টে ভর্তুকির টাকা দেওয়া হবে।

Advertisements