Electric vehicle in India: উত্তরপ্রদেশ, গুজরাত ফেল! EV গাড়ি তৈরিতে নজির গড়ল এই রাজ্য

Prosun Kanti Das

Published on:

Advertisements

40 percent of the country’s EVs are manufactured here: মূল্যবৃদ্ধির কারণে পেট্রোল ও ডিজেলের দাম দিন দিন বেড়ে চলেছে। এতে করে মানুষ পেট্রোল চালিত গাড়ির পরিবর্তে বৈদ্যুতিক গাড়ি কেনার দিকে ঝুঁকছে। এতে করে বাজারে বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়ছে। আর ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বৈদ্যুতিক গাড়ির উপাদানও। বর্তমানে ভারতেও বৈদ্যুতিক গাড়ির চাহিদা বেশি বেড়েছে। এতে করে প্রচুর পরিমানে বৈদ্যুতিক গাড়ি (Electric vehicle in India) উৎপাদন করা হচ্ছে। তবে জানেন কি ভারতের কোন রাজ্যে বৈদ্যুতিক গাড়ির (Electric vehicle in India) উৎপাদন সবচেয়ে বেশি?

Advertisements

এমনি পেট্রোল ও ডিজেল চালিত গাড়ির উৎপাদনের কথা উঠলে, ভারতের যে দুটি রাজ্যের নাম উঠে আসে তা হলো মহারাষ্ট্র ও গুজরাট। তবে বৈদ্যুতিক গাড়ি (Electric vehicle in India) নির্মাণের দিক থেকে অনেকটা এগিয়ে রয়েছে তামিলনাড়ু। উপরের দুটি রাজ্যকে গাড়ি নির্মাণের দিক থেকে অনেকটা পিছনে ফেলেছে তামিলনাড়ু। দেশের ১৪০ কোটি মানুষের চাহিদা পূরণের উদ্দেশ্যে তামিলনাড়ু সরকার বিভিন্ন সংস্থাকে তাদের রাজ্যে গাড়ি নির্মাণ করার সুযোগ দিয়েছে। এই রাজ্যে প্রায় ১০টির বেশি সংস্থা রয়েছে, যারা বৈদ্যুতিক গাড়ি নির্মাণ করে। ভারতে এই বছরে প্রায় ১০ লক্ষ বৈদ্যুতিক গাড়ি নির্মাণ করা হয়েছে। যার মধ্যে প্রায় ৪০ লক্ষ গাড়ি নির্মাণ হয়েছে তামিলনাড়ু রাজ্যে।

Advertisements

সম্প্রতি কেন্দ্রীয় সরকারের সড়ক ও পরিবহণ মন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইটে একটি তথ্য প্রকাশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে ভারতের মধ্যে তামিলনাড়ু রাজ্যটি বৈদ্যুতিক গাড়ি নির্মাণের (Electric vehicle in India) দিক থেকে সবচেয়ে উপরে রয়েছে। এই রাজ্য দেখে বৈদ্যুতিক গাড়ির ৪০ শতাংশ গাড়ি নির্মাণ করা হয়। এ বিষয়ে চলতি অর্থবর্ষের একটি পরিসংখ্যানও তুলে ধরা হয়েছে। সেই পরিসংখ্যানে বলা হয়েছে, এই অর্থবর্ষে এখনো পর্যন্ত দেশে ১০,৪৪,৬০০ গাড়ি নথিভুক্ত হয়েছে। যার মধ্যে ৪,১৪,৮০২ গাড়ি তামিলনাড়ু রাজ্যের বিভিন্ন আরটিও দপ্তরে নথিভুক্ত হয়েছে।

Advertisements

এ বিষয়ে তামিলনাড়ু রাজ্যের এক সরকারি আধিকারিক জানিয়েছেন, “এটি উল্লেখ করার মতো রেকর্ড। যা রাজ্য সরকারের বৃদ্ধি এবং বৈচিত্র্যময় মাল্টি-সেক্টরের উপস্থিতি প্রমাণ করে। আমরা শীর্ষস্থানীয় 10টি গ্লোবাল অটোমোবাইল হাবের মধ্যে রয়েছি। তামিলনাডু এখন বিশ্বের ইভি ক্যাপিটাল হওয়ার দিকে লক্ষ্য স্থির করেছে। ব্যাটারি তৈরি এবং চার্জিং পরিকাঠামো সহ ইভি ইকো সিস্টেম গড়ে তোলার ক্ষেত্রে সরকার প্রতিনিয়ত কাজ করে চলেছে সরকার।”

প্রসঙ্গত উল্লেখ্য, তামিলনাড়ু রাজ্যে আর কয়েক মাসের মধ্যেই তৈরি করা হবে ইভি হাব। এছাড়া এই রাজ্যে ইতিমধ্যে গাড়ি শিল্পের জন্য নতুন পলিসিও আনা হয়েছে, যেখানে ক্যাপিটাল ও কেমিস্ট্রি সেল ভর্তুকির মতো একাধিক সুযোগ সুবিধা প্রদান করা হবে। আগামী দিনে বৈদ্যুতিক গাড়ি নির্মাণ শিল্পে ৫০,০০০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে তামিলনাড়ু সরকার।

Advertisements