আর কতক্ষণ! চন্দ্রযান-৩ এর জেগে ওঠা নিয়ে কালো সত্য সামনে আনল ইসরো

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : শত ডাকাডাকি সত্বেও এখনো পর্যন্ত ঘুম থেকে উঠানো সম্ভব হয়নি চন্দ্রযান ৩ (Chandrayaan 3) এর ল্যান্ডার বিক্রম (Lander Vikram) এবং রোভার প্রজ্ঞানকে (Rover Pragyan)। তাদের ঘুম থেকে ওঠা নিয়ে অনেক আশা থাকলেও তা সম্ভব হয়ে ওঠেনি। এমন পরিস্থিতিতে ইসরো (ISRO) তাদের ঘুম থেকে ওঠার জন্য আর কতক্ষণ অপেক্ষা করবে তা জানিয়ে দেওয়া হল। এমনকি তারা ঘুম থেকে না উঠলে কি হবে তার ইঙ্গিতও দেওয়া হয়েছে।

Advertisements

১৪ জুলাই পৃথিবী থেকে রওনা দেওয়ার পর ২৩ আগস্ট চাঁদের মাটিতে অবতরণ করে চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান। এরপর তারা তাদের লক্ষ্য অনুযায়ী নিজেদের টার্গেট পূরণ করে। চাঁদের মাটি থেকে সময়ের পরিপ্রেক্ষিতে নানান তথ্য সংগ্রহ করে তারা। সেই সকল তথ্য ইতিমধ্যেই তাদের তরফ থেকে ইসরোর বিজ্ঞানীদের হাতে তুলে দেওয়া হয়েছে। এরপর যখন চাঁদের দক্ষিণ মেরুতে অন্ধকার নেমে আসে তখন তারা স্লিপ মোডে চলে যায়।

Advertisements

স্লিপ মোডে যাওয়ার পর তাদের পুনরায় ঘুম থেকে ওঠার জন্য নির্ধারিত সূচি শুরু হয় ২২ সেপ্টেম্বর। কেননা ২০ সেপ্টেম্বর থেকে চাঁদে সূর্যোদয় শুরু হয়েছিল। তবে ২২ সেপ্টেম্বর থেকে বারবার যোগাযোগ স্থাপনের চেষ্টা চালানো হলেও কোন সাড়াশব্দ পাওয়া যাচ্ছে না বিক্রম এবং প্রজ্ঞানের। এমন অবস্থায় তাদের জেগে ওঠা নিয়ে আশা প্রায়ই শেষ। এমনকি বিশেষজ্ঞ মহলের বড় অংশ মনে করছেন চাঁদের মাটিতে দুজনের মৃত্যু হয়েছে।

Advertisements

বিক্রম এবং প্রজ্ঞানের চাঁদের মাটিতে জেগে ওঠার জন্য ৩০ সেপ্টেম্বর অর্থাৎ শনিবার পর্যন্ত শেষ অপেক্ষা করবে ইসরো এমনটাই জানা গিয়েছে সূত্র মারফৎ। কেননা এরপরই আবার চাঁদের মাটিতে নেমে আসবে অন্ধকার আর সূর্যের আলো চাঁদের মাটি থেকে সরে যেতেই ফের শুরু হবে কনকনে ঠান্ডা। তাপমাত্রা ফের হিমাঙ্কের নিচে নেমে গেলে তাদের আর জেগে ওঠার মত কোন সম্ভাবনাই নেই বলে মনে করা হচ্ছে।

এমন পরিস্থিতিতে বিক্রম এবং প্রজ্ঞান জেগে না উঠলেও তাদের মিশন সফল হয়েছে এবং সেই সফলতাকে কাজে লাগিয়ে আগামী দিনে ইসরো নতুন মিশনে পা রাখার লক্ষ্য নিতে শুরু করেছে। আগামী নভেম্বর ডিসেম্বর মাসে এক্সপোস্যাট বা এক্সরে পোলারিমিটার স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি শুরু করে দিয়েছে। এরপর লাইনে রয়েছে ইসরোর ক্লাইমেট স্যাটেলাইট।

Advertisements