Maruti or Renault which car will give more mileage: ভারতীয় মধ্যবিত্তের বরাবর পছন্দের হলো মারুতি অল্টো K10, আবার মাইলেজ ভালো পেতে চাইলে আপনি কিনতে পারেন রেনল্ট কুইড (Maruti Vs Renault)। ভারতের বাজারে কম দামি গাড়ির কথা উঠলে এরাই আছে শীর্ষে। আপনাকে প্রতি লিটার জ্বালানিতে দুর্দান্ত সার্ভিস দেবে এই দুটি চার চাকা। ৫ লাখ টাকার নিচে দুই গাড়ি হলো দারুণ চয়েস। কিন্তু আপনি কি জানেন কোন গাড়ির মাইলেজ বেশি? মাইলেজ, ফিচার্স, ইঞ্জিনের দৌড়ে কোন গাড়ি এগিয়ে? সেই বিষয়ে চটজলদি জেনে নেওয়া যাক।
মারুতি সুজুকি অল্টো K10 এর ARAI পেট্রল মডেলে কেমন মাইলেজ দেবে জানেন? ২৪.৩৯ কিলোমিটার দেবে প্রতি লিটারে এবং CNG ভার্সনে পাবেন ৩৩.৮৫ কিমি প্রতি কেজি। পাশাপাশি আপনি যদি দেখেন রেনল্ট কুইড পেট্রল গাড়ির অটোমেটিক ভেরিয়েন্ট তাহলে এর মাইলেজ ২২.৩ কিলোমিটার প্রতি লিটার এবং ম্যানুয়াল ভেরিয়েন্টের মাইলেজ ২১.৪৬ কিলোমিটার প্রতি লিটার। দুটো গাড়িই (Maruti or Renault) আপনাকে ভাল মাইলেজ দেবে।
মারুতির সবথেকে জনপ্রিয় গাড়ি হলো অল্টো K10, এই গাড়ির এক্স-শোরুম দাম হলো ৩.৯৯ লাখ থেকে ৫.৯৬ লাখ টাকা। পাশাপাশি রেনল্ট কুইড গাড়ির এক্স-শোরুম দাম ৪.৭০ লাখ থেকে ৬.৪৫ লাখ টাকা। দুটি গাড়িই (Maruti or Renault) কিন্তু ৫ সিটার হ্যাচব্যাক। আপনি ভারতের বাজারে মারুতির এই গাড়িটি ৭টি ভেরিয়েন্টে পেয়ে যাবেন কিন্তু রেনল্ট কুইড ১১টি ভেরিয়েন্টে পাবেন। আবার দুই গাড়িতেই ১ লিটার পেট্রল ইঞ্জিন উপলব্ধ। মারুতি অল্টো K10 CNG-তেও একই জিনিস পাবেন। রেনল্ট কুইডে আবার সেটি পাবেন না। মারুতি অল্টো K10 গাড়িতে সর্বোচ্চ ৬৫ হর্সপাওয়ার @৫৫০০rpm এবং ৮৯ এনএম @৩৫০০rpm টর্ক তৈরি হয়।
কিন্তু আপনি যদি রেনল্ট কুইড কেনেন তাহলে ইঞ্জিন থেকে সর্বাধিক ৬৭ হর্সপাওয়ার @৫৫০০rpm এবং ৯১ এনএম ৪২৫০rpm টর্ক তৈরি হয়। ভারতীয় বাজারে এটি বেশি পরিচিত স্পেস এবং ফিচার্সের জন্য। আপনি দুই গাড়িতেই (Maruti or Renault) পাবেন বিভিন্ন ধরনের ফিচার্স এবং স্পেসিফিকেশন যেমন ডুয়াল এয়ারব্যাগ, অ্যান্টি লক ব্রেক, ট্র্যাকশন কন্ট্রোল, চাইল্ড সেফটি লক, এয়ার কন্ডিশনিং ইত্যাদি।
কিন্তু মারুতি কোম্পানির গাড়িতে কিন্তু রেনল্ট কুইডের থেকে স্পেস অনেক কম। আবার অন্যদিকে ফিচার্সের তুলনায় কিছুটা পিছিয়ে মারুতি অল্টো K10। আপনি যদি ভাবেন কোন গাড়ি কিনবেন তাহলে রেনল্ট-এর থেকে অনেক এগিয়ে মারুতি সুজুকির এই চার চাকা। বিশেষত মাইলেজ এর দিক থেকে। অল্টো K10 পেট্রল মডেলে মাইলেজ দেবে প্রতি লিটারে ২৪ কিমির বেশি সেখানে কুইডে মিলবে ২১ থেকে ২২ কিমি প্রতি লিটার।