An elephant stuck his friend with its trunk, the video went viral: আজকাল সোশ্যাল মিডিয়াতে বহু অদ্ভুত জিনিস চোখে পরে তেমনি একটি ভিডিও মন কেড়েছে নেটিজেনদের। একটি হাতি ও তার কেয়ারটেকারের নির্ভেজাল ভালোবাসার ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ঝড় তুলে দিয়েছে (Elephant viral video)। ভিডিয়োতে আপনি দেখতে পাবেন কীভাবে একটা হাতি তার কেয়ারটেকারকে শুঁড় দিয়ে আটকে রেখে দিয়েছে। হাতিটির কেয়ারটেকার তার বন্ধুর সঙ্গে স্কুটারে চড়ে চলে যেতে চাইছিলেন কিন্তু হাতিটি তার কাছের বন্ধুকে আগলে রাখতে চাইছে।
ভিডিয়োটি (Elephant viral video) যেনো প্রাণী এবং মানুষের অটুট ভালোবাসা এবং বন্ধুত্বের একটা নিদর্শন। আপনি X প্ল্যাটফর্মে ভিডিয়োটি দেখতে পাবেন যা শেয়ার করেছেন ভারতীয় রেলওয়ে অ্যাকাউন্ট সার্ভিস অফিসার অনন্ত রূপনাগুড়ি। আবার ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, হাতি ও তার কেয়ারটেকারের মধ্যে বন্ধুত্ব যেনো অটুট। তাকে কিছুতেই যেতে দেবে না।
ভিডিওটি নিমেষের মধ্যেই মন কেড়েছে বহু মানুষের। হাতিটি কিভাবে শুঁড় দিয়ে তার কেয়ারটেকারকে আটকে ধরে রেখেছে তাই আশ্চর্যের। কেয়ারটেকার লোকটির বন্ধু তাঁকে নিতে আসে। ভাইরাল ভিডিয়োতে (Elephant viral video) দেখা যায়, স্কুটারটি আসতেই ওই কেয়ারটেকার ভদ্রলোক সেখান থেকে ওঠার চেষ্টা করছেন। তবে তিনি ছাড়া পাননি। তাঁর পথ আটকে রেখেছে প্রাণের বান্ধব যে কিনা এক হাতি।
কেয়ারটেকার ভদ্রলোকটি যখনই স্কুটারে উঠতে যাবেন, প্রিয় বন্ধু সেই হাতিটি তাঁর দিকে ছুটে আসে এবং বন্ধুকে যেতে দেবে না বলেই আটকাবার প্রাণপণ চেষ্টা করতে থাকে। কেয়ারটেকারকে হাতিটি শুঁড় দিয়ে যেনো আলতো করে ধাক্কা দিয়ে নিচে নামাতে থাকে। বন্ধুত্বের এই ভিডিওটি (Elephant viral video) শেয়ার করা হয়েছিল গত ২৭ সেপ্টেম্বর। ভিডিওটি এতটাই ভাইরাল হয়েছে যে ভিউজ পেয়েছি ৪০ হাজারেরও বেশি।
Unconditional Love that only animals can give?
Not letting his caretaker go ❤️ pic.twitter.com/aAKNrlsvZm
— Rajesh Bhatt ?? ?? (@RajeshRB001) September 28, 2023
বিভিন্ন নেটিজেনরা বিভিন্ন রকম মন্তব্য করেছে এই ভিডিওটিতে। একজন আবার লিখছেন, মিষ্টি বন্ধুত্বের এই ভিডিওটি দেখে তিনি বাড়িতে হাতি পুষতে চান। দ্বিতীয় জন আবার যোগ করলেন, এই ধরনের পরম ভালোবাসা কোন মানুষ বন্ধুর কাছ থেকে পাওয়া যায় না।