বছর শেষ হওয়ার আগেই আসবে বন্দে মেট্রো! বাংলার কোন রুটে দেবে প্রথম পরিষেবা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রতিদিন দেশের প্রায় এক কোটি মানুষ এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াতের জন্য তারা বেছে নেন রেল পরিষেবাকে। রেল পরিষেবার এমন ব্যাপক চাহিদার কথা মাথায় রেখেই ভারতীয় রেলকে (Indian Railways) গণপরিবহনের লাইফ লাইন বলা হয়। রেলের তরফ থেকেও চাহিদা অনুযায়ী প্রতিনিয়ত নতুন নতুন পরিষেবা চালু করছে। পরিষেবার কথা মাথায় এলে প্রথমেই যা আসে তা হল বন্দে ভারত (Vande Bharat Express)।

Advertisements

দেশের মানুষের স্বপ্ন পূরণ করার জন্য রেলের তরফ থেকে দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। ইতিমধ্যেই ৩৪টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন ট্র্যাকে যাতায়াত করছে। এই সংখ্যা খুব তাড়াতাড়ি আরও বৃদ্ধি করা হবে। সেই লক্ষ্য নিয়েই এগিয়ে চলেছে রেল। এর পাশাপাশি খুব তাড়াতাড়ি বন্দে স্লিপারস (Vande Sleepers) এবং বন্দে মেট্রো (Vande Metro) লঞ্চ হবে। চলতি বছর শেষ হওয়ার আগেই বন্দে মেট্রো লঞ্চ হয়ে যাবে বলেই জানা যাচ্ছে।

Advertisements

বন্দে মেট্রো ট্রেনগুলি চালানো হবে কম দূরত্বের যাত্রার জন্য। ১০০ কিলোমিটার দূরত্বের রাস্তাতেও বন্দে মেট্রো চালানো হতে পারে বলে জানা যাচ্ছে। বন্দে মেট্রো হল বন্দে ভারত এক্সপ্রেসের ছোট সংস্করণ। যদিও ডিসেম্বর মাসের মধ্যেই এর প্রোটোটাইপ লঞ্চ হয়ে গেলেও পুরোপুরিভাবে পরিষেবা শুরু হতে আগামী বছর ফেব্রুয়ারি মাস লেগে যেতে পারে বলে মনে করা হচ্ছে। এখন বন্দে ভারত এক্সপ্রেসের পর বন্দে মেট্রো নিয়ে মানুষের মধ্যে কৌতুহল বাড়ছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের বাসিন্দাদের মধ্যে কৌতুহল বাড়ছে, বন্দে মেট্রো চালু হলে রাজ্যের কোন রুটে সেই ট্রেন প্রথম চলবে?

Advertisements

প্রথমদিকেই পশ্চিমবঙ্গের দুটি বন্দে মেট্রো পরিষেবা চালু হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও রেলের তরফ থেকে এই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। তবে প্রথম দিকেই পশ্চিমবঙ্গের বাসিন্দারা বন্দে মেট্রো উপহার স্বরূপ পেতে পারেন বলে আশা করা হচ্ছে। কোন দুটি রুটে প্রথম বন্দে মেট্রো চালানো হতে পারে বলে জানা যাচ্ছে চলুন দেখে নেওয়া যাক।

এই মুহূর্তে পশ্চিমবঙ্গ পাঁচটি বন্দে ভারত এক্সপ্রেস পেয়েছে। এই পাঁচটি বন্দে ভারত এক্সপ্রেস হল হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি, হাওড়া থেকে পুরী, হাওড়া থেকে পাটনা, হাওড়া থেকে রাঁচি এবং নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি। অন্যদিকে বন্দে মেট্রো নিয়ে বিশেষজ্ঞ মহলের একাংশ মনে করছেন, মুঙ্গের জেলার জামালপুর থেকে মালদহ পর্যন্ত একটি বন্দে মেট্রো চালানো হতে পারে। আরেকটি চলতে পারে হাওড়া থেকে ভাগলপুর পর্যন্ত। তবে এক্ষেত্রে দূরত্ব বেশি থাকাই বন্দে মেট্রো নাকি অন্য কিছু চালানো হবে তা অবশ্য নিশ্চিত নয়। এছাড়াও রেলের তরফ থেকে অফিশিয়ালি এই সকল বিষয়ে কিছু জানানো হয়নি।

Advertisements