নিজস্ব প্রতিবেদন : বর্তমান সময়ে আর্থিক লেনদেনের ক্ষেত্রে UPI লেনদেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পাশাপাশি আরও বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ক্রেডিট কার্ড (Credit Card), ডেবিট কার্ড (Debit Card)। এই ধরনের কার্ড থাকার ফলে এখন আর গ্রাহকদের ব্যাংকের শাখায় গিয়ে লাইনে দাঁড়াতে হয় না। তারা এটিএম কাউন্টার (ATM Counter) থেকেই নগদ পেয়ে যান অথবা টাকা জমা করার সুবিধা উপভোগ করেন।
ডেবিট কার্ড দিয়ে এটিএম কাউন্টার থেকে নগদ তোলার পাশাপাশি ডেবিট কার্ড দিয়ে বিভিন্ন ধরনের ডিজিটাল পেমেন্ট করা হয়। অন্যদিকে ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা না থাকলেও গ্রাহকরা পেমেন্ট করার সুযোগ পান এবং বিভিন্ন জিনিসপত্র ক্রয় করতে পারেন। এবার এই ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের নিয়মে বদল আনা হয়েছে। ১ অক্টোবর থেকে নতুন নিয়ম জারি করা হয়েছে।
ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড সম্পর্কিত যে নতুন নিয়ম জারি করা হয়েছে তা জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। নতুন এই নিয়ম গ্রাহকদের কোনরকম অসুবিধায় ফেলবে না, বরং তাদের সামনে খুলে যাচ্ছে একগুচ্ছ সুবিধা। নতুন এই নিয়ম জারি হওয়ার আগে বেশ কিছু ক্ষেত্রে সীমাবদ্ধতা ছিল, কিন্তু নতুন নিয়ম সেই সকল সীমাবদ্ধতার লঙ্ঘন ছিঁড়ে ফেলেছে। চলুন দেখে নেওয়া যাক ঠিক কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে।
ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড জারি করার ক্ষেত্রে ১ অক্টোবর থেকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে নতুন নিয়ম জারি করেছে তাতে এখন থেকে গ্রাহকরা তাদের পছন্দমত নেটওয়ার্কের ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড নিতে পারবেন। আগে ব্যাংকের তরফ থেকে গ্রাহকদের যে নেটওয়ার্কের কার্ড দেওয়া হত সেই নেটওয়ার্কের কার্ডই নিতে হতো। কিন্তু এক্ষেত্রে সুবিধায় ছিল অনেক সীমাবদ্ধতা। এখন পছন্দমত নেটওয়ার্কের কার্ড নেওয়ার সুযোগ করে দেওয়ার ফলে এই সকল সুবিধার তফাৎ মিটে যাবে নিমেষে।
বর্তমানে ভারতে পাঁচটি নেটওয়ার্কের ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড চালু রয়েছে। সেই সকল নেটওয়ার্কগুলি হল মাস্টারকার্ড, ভিসা, রুপে, আমেরিকান এক্সপ্রেস এবং ডিনার ক্লাব। বিভিন্ন সংস্থার কার্ডের খরচ আলাদা আলাদা হওয়ার পাশাপাশি কেনাকাটা অথবা অন্যান্য ক্ষেত্রে লেনদেনেও অফারে হেরফের লক্ষ্য করা যায়। ফলে কারো কাছে ভিসা কার্ড থাকলে তিনি রুপে কার্ডের সুবিধা পান না। এখন ব্যাংক কর্তৃপক্ষকে গ্রাহকদের কার্ড দেওয়ার সময় একাধিক নেটওয়ার্কের কার্ড দিতে হবে এবং গ্রাহকরা সেগুলির মধ্যে যেটি পছন্দ সেটি বেছে নিতে পারবেন।