নিজস্ব প্রতিবেদন : সামনেই উৎসবের মরশুম, আর এই উৎসবের মরশুমের আগে প্রতিবছরই বিশ্বের জনপ্রিয় বিপণনীয় অনলাইন সংস্থা flipkart কোন না কোন অফার নিয়ে আসে। ঠিক সেই রকমই এবার উৎসবের মরশুমের আগে শুরু হচ্ছে তাদের বিগ বিলিয়ন ডে (Flipkart Big Billion Day) অফার। প্রতিবছরই এই অফারের দিকে মুখিয়ে থাকেন গ্রাহকরা, যাতে করে অফারের সময় অনেক সস্তায় জিনিসপত্র ক্রয় করা যায়।
এই বছর flipkart এর বিগ বিলিয়ন ডে শুরু হচ্ছে আগামী ৮ অক্টোবর। অফার চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। আর এই অফার শুরু হওয়ার আগে যদি কেউ নিজের ফোন পরিবর্তন করে নতুন ফোন কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে তিনি রীতিমত সোনায় সোহাগা হতে চলেছেন। বিশেষ করে যদি কোন গ্রাহক আইফোন কেনার মতো পরিকল্পনা করে থাকেন তাহলে তো আর বলার কিছু নেই। কেননা যা জানা যাচ্ছে তাতে এবারের বিগ বিলিয়ন ডে অফারে রীতিমতো জলের ধরে আইফোন (iPhone) দেবে সংস্থা।
ফ্লিপকার্টের এই অফার চলাকালীন স্মার্টফোন, আইফোন ছাড়াও অন্যান্য জিনিসপত্রও অনেক সস্তায় পাওয়া যাবে। যেমনটা প্রতিবছরই দেখা যায়। কারণ পুজোর মুখে একাধিক ই-কমার্স সাইটগুলি একাধিক আকর্ষণীয় অফার নিয়ে আসে। এক্ষেত্রে সবচেয়ে সস্তায় জিনিসপত্র পাওয়ার জন্য অফার শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই গ্রাহকদের জিনিসপত্র কিনে নেওয়া ভালো। কেননা প্রথম দিকে দাম সস্তা থাকলেও চাহিদা বাড়লে দামে পরিবর্তন আসতে পারে।
এই অফার চলাকালীন সবচেয়ে সস্তায় মিলতে পারে আইফোন বলে জানা যাচ্ছে। এক্ষেত্রে iPhone 12, যার দাম প্রায় ৫০ হাজার টাকা সেই ফোন মিলতে পারে মাত্র ৩৩ হাজার টাকাতেও। এক্ষেত্রে সংস্থার তরফ থেকে দেওয়া অফারে ১৭ হাজার টাকা বা তার কমবেশি ছাড় পেতে পারেন গ্রাহকরা। তবে এই দামের বিষয়টি সূত্র মারফৎ জানা যাচ্ছে এবং এটি অনুমান ভিত্তিক বলেও জানা যাচ্ছে।
এছাড়াও অন্যান্য যে সকল অফারের বিষয়ে জানা যাচ্ছে তাতে মোবাইল, টিভি ও অ্যাপ্লায়েন্স, ইলেকট্রনিক্স ও অ্যাক্সেসারিজ, ফ্যাশন, বিউটি, ফুড, টয়েজ, বেবি কেয়ার, হোম অ্যান্ড কিচেন, ফার্নিচার, গ্রোসারি এবং আরও অন্যান্য প্রোডাক্টের উপর ৫০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় মিলতে পারে। কেননা এর আগে ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে অফারের মাধ্যমে তাদের গ্রাহকদের হাতে যে সকল জিনিসপত্র তুলে দিয়েছে তাতে এইরকম অফারও মিলেছে।