নিজস্ব প্রতিবেদন : সূরাপ্রেমীরা মদের জন্য কিনা করতে পারেন তা আমরা হাড়ে হাড়ে টের পেয়েছিলাম কোভিড চলাকালীন। যে সময় লকডাউন জারি হতেই বন্ধ করে দেওয়া হয়েছিল সব মদের দোকান (Liquor Shop)। যে সময় সূরা প্রেমীরা মদের জন্য হাহাকার তৈরি করে দিয়েছিলেন। এমনকি দেশের অনেকেই রয়েছেন যারা বাড়িতেই মদ তৈরি করে সে সব পান করেন। যার পরে দেখা যায় অনেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন আবার অনেকের প্রাণ গিয়েছিল। ঠিক সেই রকমই এবার পুজোর মাসে যদি আগে থেকে ব্যবস্থা গ্রহণ না হয় তাহলে ফের মদের হাহাকার হতে পারে।
পুজোর মাসে মদের এমন হাহাকার হতে পারে মূলত একের পর এক ড্রাই ডে থাকার কারণে। অক্টোবর মাসে এখনও চার চারটে ড্রাই ডে রয়েছে। যে চারদিন ড্রাই ডে রয়েছে সেই চারদিন বন্ধ থাকবে মদের দোকান। মদের দোকান বন্ধ থাকার পাশাপাশি বন্ধ থাকবে সমস্ত বার। এমনকি যে সকল হোটেল অথবা রেস্তোরাঁয় মদ দেওয়ার বন্দোবস্ত রয়েছে সেই সকল হোটেল এবং রেস্তোরাঁতেও ওই চারদিন মদ বিক্রি বন্ধ থাকবে।
এখন অনেকেই রয়েছেন যারা ভাবতে পারেন, মদের দোকান বন্ধ থাকলে কি আর এসে যায়। অনেকে এমনটা ভাবলেও তাদের সেই ভাবনা ভুল। কারণ মদের দোকান বন্ধ থাকা মানে সূরা প্রেমীদের যেমন অনেক কিছু এসে যায়, ঠিক সেই রকমই এসে যায় সরকারেরও। কারণ মদ বিক্রি থেকে যে পরিমাণ রাজস্ব উপার্জন হয়ে থাকে তা প্রতিটি সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পুজোর মাসে চারদিন মোদের দোকান বন্ধ থাকার কারণে সূরাপ্রেমীদের কাছে যেমন তা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, ঠিক সেই রকমই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ব্যবসায়ীদের কাছেও। কেননা পূজোর সময় এমনিতেই মদের চাহিদা অনেক বেশি থাকে। সেক্ষেত্রে চার দিন ড্রাই ডে মানে তার প্রভাব পড়বেই বলে মনে করছেন তারা। এখন দেখে নেওয়া যাক কোন চার দিন ড্রাই ডে অর্থাৎ মদের দোকান বন্ধ থাকবে?
অক্টোবর মাসের ২ তারিখ ছিল প্রথম ড্রাই ডে এবং তা সুরাপ্রেমীরা ইতিমধ্যেই খুব ভালোভাবে বের করে দিয়েছেন। এরপরে দ্বিতীয় ড্রাই ডে রয়েছে ৮ অক্টোবর। ঐদিন অবশ্য মহারাষ্ট্র ছাড়া দেশের অন্যান্য জায়গায় মদের দোকান খোলা থাকবে। এরপর ড্রাই ডে রয়েছে ২৪ অক্টোবর। ঐদিন রয়েছে দশেরা। পরবর্তী ড্রাই ডে হলো ২৮ অক্টোবর, মহর্ষি বাল্মিকী জয়ন্তী উপলক্ষে ঐদিন মদের দোকান বন্ধ থাকবে। ৩০ অক্টোবর হরিজন দিবস উপলক্ষে মদের দোকান বন্ধ থাকবে রাজস্থানে। এক্ষেত্রে মনে রাখতে হবে এই সকল প্রতিটি ড্রাই ডে কিন্তু সব রাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে। এক্ষেত্রে আপনার রাজ্যে কবে ড্রাই ডে তা স্থানীয় আবগারি দপ্তর থেকে তথ্য পেয়ে যাবেন।