ভয়ঙ্কর পরিস্থিতি সিকিমে, কতটা দায়ী লোনাক লেক, কীভাবে দেখাচ্ছিলো ভয়

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : আজ সিকিমের (Sikkim) বুকে যে বিপর্যয় নেমে এসেছে তার জন্য দায়ী করা হচ্ছে লোনাক লেককে (Lhonak Lake)। এই লেক ফেটেই জল ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ অংশে আর তারপরে নেমে আসে বিপর্যয়। ইতিমধ্যেই সিকিমের এই বন্যায় (Sikkim Floods) বহু মানুষের প্রাণ চলে গিয়েছে। স্থানীয়দের পাশাপাশি প্রাণ গিয়েছে পর্যটক থেকে শুরু করে ভারতীয় সেনাদের।

Advertisements

যে হ্রদ থেকে অর্থাৎ লোনাক লেক থেকে এমন ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে সেই লেক হঠাৎ করেই এমন বিস্ফোরণ ঘটালো তা নয়। দীর্ঘদিন ধরে এই লেক ভয় দেখাচ্ছিল। প্রশাসনের তরফ থেকেও লেকের এই ভয়-ভীতি থেকে এলাকাকে রক্ষা করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। তবে তাতে কোন লাভ হলো না। প্রকৃতির রোশের কাছে প্রশাসনিক সমস্ত প্রচেষ্টা নিমেষে ধ্বংস হয়ে গেল। এখন সিকিমের বিপর্যয় যুক্ত এলাকায় চোখ রাখলে রীতিমত কান্না পাবে যে কারো।

Advertisements

সিকিমের একেবারে উত্তর-পশ্চিম প্রান্তে ১৭ হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই লোনাক লেক হিমবাহ বলে তৈরি হয়েছে। হ্রদটির বয়স খুব বেশি নয়। তবে একেবারেই অল্প সময়ের মধ্যে যেভাবে এই হ্রদ বেড়েছে তার রীতিমতো দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল প্রশাসনের কাছে। সিকিমে যে সকল হ্রদ রয়েছে তার মধ্যে সবচেয়ে দ্রুতগতিতে বৃদ্ধি পেয়েছিল এই লোনাক লেক। এই লেকের উপর দীর্ঘদিন ধরেই নজর চালাচ্ছিল সিকিমের ডিজেস্টার ম্যানেজমেন্ট অথরিটি এবং সেন্ট্রাল ওয়াটার কমিশন। এমন কি লেক গিয়ে অতিরিক্ত জল বের করে দেওয়ার জন্য ব্যবস্থাও গ্রহণ করা হয়েছিল।

Advertisements

এই লেকের সম্পর্কে যা জানা যাচ্ছে তাতে গত ১১ বছরে ৪০০ মিটার বৃদ্ধি পেয়েছিল লেক। শুধু তাই নয় ১৯৬২ সাল থেকে ২০০৮ সালের মধ্যে ৪৬ বছরে এই লেক বেড়েছিল ২ কিলোমিটার। ২০০৮ থেকে ২০১৯ সালের মধ্যে এই লেকের বৃদ্ধি ছিল ৪০০ মিটার। লেকের এইভাবে বৃদ্ধি পাওয়া দেখেই গবেষকদের আশঙ্কা ছিল হ্রদ ফেটে জল বাইরে বেরিয়ে যাওয়ার। অবশেষে সেই আশঙ্কায় সত্যি হলো।

গবেষকদের আশঙ্কা অনুযায়ী যাতে পরিস্থিতির মোকাবিলা করা যায় তার জন্য ২০১৬ সালে ১৭ হাজার ফুট উচ্চতায় প্রশাসনের তরফ থেকে দুটি পলি পাইপ লাগানো হয়েছিল যাতে অতিরিক্ত জল বেরিয়ে যায়। এই লেককে ঘিরে তৈরি করা হয়েছিল একটি প্রজেক্ট। তবে এই বিপর্যয় আটকানোর সেই সকল প্রচেষ্টা চালানো হলেও তা সবই বিফলে গেল সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে এমনটাই বলা যায়।

Advertisements