নিজস্ব প্রতিবেদন : গত ৯ বছরে ভারতীয় রেলে (Indian Railways) যে সকল পরিবর্তন এসেছে তা এর আগে কখনো দেশের মানুষ দেখেনি। যেখানে কোটি কোটি মানুষের সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতীয় রেল সেই জায়গায় এই সকল অভূতপূর্ব পরিবর্তন মানুষের সফর জীবনে এনে দিয়েছে অভূতপূর্ব সব পরিবর্তন। ভারতীয় রেলের যে সকল উন্নয়ন ইদানিংকালে সামনে এসেছে তার মধ্যে আবার অন্যতম হলো বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)।
দেশের প্রথম সেমি হাই স্পিড এই ট্রেনটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। এর পাশাপাশি এই ট্রেনে অত্যাধুনিক যে সকল প্রযুক্তির ব্যবহার দেখা গিয়েছে তা এর আগে কোনদিন কোন দেশীয় ট্রেনে দেখা যায়নি। ভারতে প্রথম যখন বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন হয় তখন সেই ট্রেন ছিল নীল সাদা রংয়ের। পরবর্তীতে এই ট্রেনের রং পরিবর্তন করে করা হয়েছে কমলা ধূসর। নতুন এই রং নিয়ে এখন আবার তৈরি হচ্ছে নানান বিতর্ক।
নতুন এই রং নিয়ে কেউ কেউ রাজনৈতিক প্রভাব দেখছেন। রাজনৈতিক প্রভাব দেখতে পাওয়ার পিছনে মূল কারণ হলো নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের রং কমলা ধূসর করা। অনেকের মতে, যেহেতু দেশের শাসক দল বিজেপির সঙ্গে জড়িয়ে রয়েছে কমলা রংটি তাই বন্দে ভারতের রঙে নীল সাদায় পরিবর্তন এনে করা হয়েছে কমলা ধূসর। কিন্তু প্রশ্ন হল সত্যিই কি তাই? নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে অন্য কোন কারণ।
কমলা ধূসর রংয়ের বন্দে ভারত এক্সপ্রেসের গায়ে যে রাজনৈতিক প্রভাবের তকমা জুড়ে যাচ্ছে তা কোন ভাবেই মানতে রাজি নন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বরং তিনি দাবি করেছেন, সম্পূর্ণ বৈজ্ঞানিক চিন্তাভাবনা থেকেই ট্রেনের রং পরিবর্তন করে করা হয়েছে কমলা ধূসর। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের এই দাবির পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই কৌতুহল তৈরি হচ্ছে কি এমন বৈজ্ঞানিক কারণ জুড়ে রয়েছে নতুন এই রংয়ের পিছনে?
বৈজ্ঞানিক কারণ বোঝাতে গিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, মানুষের চোখে দুটি রং সবচেয়ে বেশি দৃশ্যমান হিসাবে মনে করা হয়। এই দুটি রংয়ের মধ্যে একটি হলো কমলা এবং উন্নতি হল হলুদ। উদাহরণ দিতে গিয়ে রেলমন্ত্রী জানিয়েছেন, এই কারণেই ইউরোপের অধিকাংশ ট্রেনের রং হয়ে থাকে কমলা অথবা হলুদ বা এই দুই রঙের সমন্বয় দিয়ে তৈরি রং। এছাড়াও রূপালীর মত আরও কিছু রং রয়েছে যেগুলিও কমলা এবং হলুদের মতো উজ্জ্বল। তবে তাহলেও দৃশ্যমান্যতার দিক দিয়ে বিচার করলে কমলা এবং হলুদ রঙের বিকল্প নেই। আরও প্রসঙ্গ টেনে রেলমন্ত্রী উদাহরণ দিয়ে জানিয়েছেন, কমলা এবং হলুদ রঙের দৃশ্যমান্যতার কথা মাথায় রেখে বিমান অথবা জাহাজের ব্ল্যাক বক্সের রং কমলা করা হয়। এমনকি উদ্ধারকারী নৌকা ও লাইফ জ্যাকেটের রং কমলা করা হয়ে থাকে।