নিজস্ব প্রতিবেদন : বিশ্বের চতুর্থ দেশ হিসেবে ভারত চাঁদ জয় করেছে। ইসরোর (ISRO) বিজ্ঞানীদের চন্দ্রযান ৩ (Chandrayaan 3) এমন সফলতা এনে দিয়েছে দেশকে। ভারত শুধু চতুর্থ দেশ হিসাবে চাঁদ জয় করেছে এমন নয়, এর পাশাপাশি ভারত বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে। ভারতের এমন সাফল্যে গোটা বিশ্ব ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের প্রশংসায় পঞ্চমুখ। এর পাশাপাশি এখন অন্যান্য একাধিক দেশ ভারতের এমন সাফল্য দেখে নিজেরাও চাঁদে পাড়ি দেওয়ার মতো সাহস পাচ্ছে। ঠিক সেই রকমই এবার চাঁদে যাওয়া নিয়ে নতুন খবর শোনালো বাংলাদেশ (Bangladesh)।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি জানিয়েছেন, “আমাদের আশেপাশের যে সকল দেশ যে সময়ে চাঁদে যাচ্ছে সেই সময় আমরা কেন পিছিয়ে থাকবো। আমরাও চাঁদে যাব। মহাকাশ গবেষণার ক্ষেত্রে আমরা আরও উন্নত হতে চাইছি।” আর এর জন্য বিভিন্ন পদক্ষেপ তিনি গ্রহণ করবেন বলে জানিয়েছেন।
শনিবার বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ছিল। সেখানেই উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই টার্মিনালের উদ্বোধনের পাশাপাশি এদিন মহাকাশ গবেষণার প্রসঙ্গ উঠে এবং সেই মহাকাশ গবেষণার প্রসঙ্গ উঠতেই চাঁদে যাওয়ার প্রসঙ্গ ওঠে। মূলত ভারতের চন্দ্রযান ৩ নজিরবিহীন সফলতা আনার পর এখন বিশ্বের অধিকাংশ দেশই ভারতের দেখাদেখি মহাকাশ গবেষণায় আরও উন্নতি সাধন করতে চাইছে।
আর এই প্রসঙ্গ আসতেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, এভিয়েশন খাতে বাংলাদেশকে আরও উন্নতি করতে চাইছেন তিনি। পাশাপাশি তিনি জানিয়েছেন, মহাকাশ বিজ্ঞান নিয়ে তাদের আরও গবেষণা করার প্রয়োজন রয়েছে। আর এই গবেষণা করার জন্য প্রয়োজন আরও বেশি লোকবল। নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যাতে মহাকাশ গবেষণার দিকে ঝোঁক বৃদ্ধি করে তার জন্যই এবার নতুন পদক্ষেপ নেবেন তিনিই বলে জানিয়েছেন।
শেখ হাসিনাকে জানিয়েছেন, বাংলাদেশের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যাতে মহাকাশ গবেষণায় আরও বেশি মনোযোগ দেন তার জন্য তৈরি করা হয়েছে লালমনিরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়। আগামী দিনে আরও যে সকল পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সবই তিনি করার চেষ্টা করবেন বলেও জানিয়েছেন। পাশাপাশি পূর্বর্তন সরকারকে খোঁচা দিয়ে তিনি জানিয়েছেন, আগে ২৯ বছর যারা ক্ষমতায় থেকেছেন তারা এই সকল বিষয়ে কোন পদক্ষেপ নেননি।