বীরভূম বিজেপির দুর্গা পুজোর উদ্বোধনেই বড় চমক, আসছেন এই প্রাক্তন ক্রিকেটার!

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সামনেই দুর্গা পুজো (Durga Pujo)। দুর্গা পুজোকে ঘিরে ইতিমধ্যেই সব মহলেই চলছে তোড়জোর। সাধারণ মানুষদের পাশাপাশি রাজনৈতিক নেতা মন্ত্রীরাও দুর্গা পুজোর আয়োজন নিয়ে পিছিয়ে নেই। বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে দুর্গাপুজোর আয়োজন করা হয়। ঠিক সেই রকমই এবার দুর্গা পুজোর আয়োজন করা হচ্ছে বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার জেলা দলীয় কার্যালয়। এটি তাদের প্রথম দুর্গা পুজো। তবে প্রথম এই দুর্গা পুজোর উদ্বোধনেই বিরাট চমক দিতে চলেছে বীরভূম বিজেপি (Birbhum BJP)।

Advertisements

প্রথমবার দুর্গাপুজোর আয়োজনের পরিপ্রেক্ষিতে রবিবার সিউড়িতে অবস্থিত জেলা বিজেপি দলীয় কার্যালয়ে খুঁটি পুজোর আয়োজন করা হয়। সিউড়িতে অবস্থিত বিজেপির এই দলীয় কার্যালয় চলতি বছর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করার পর এই দলীয় কার্যালয়টির নাম রাখা হয়েছে শ্যামাপ্রসাদ ভবন। এই দলীয় কার্যালয়ের উদ্বোধন করতে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Advertisements

দলীয় কার্যালয়ের উদ্বোধনের পরই এই বছর এখানে বিজেপির তরফ থেকে প্রথমবার দুর্গা পুজোর আয়োজন করা হচ্ছে। সূত্র মারফত জানা যাচ্ছে, বিজেপির এই দুর্গা পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে আসতে পারেন ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। গৌতম গম্ভীর না হলে উদ্বোধনী অনুষ্ঠানে আসতে পারেন জনপ্রিয় অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী।

Advertisements

বীরভূম জেলা বিজেপির তরফ থেকে জানা যাচ্ছে, মহা পঞ্চমীর দিন তাদের দুর্গাপুজোর উদ্বোধন করা হবে। দুর্গাপুজোর ওই উদ্বোধনী অনুষ্ঠানে মিঠুন চক্রবর্তী অথবা গৌতম গম্ভীরকে তাদের আনার পরিকল্পনা রয়েছে। তাদের মধ্যে যেকোনো একজনকে উদ্বোধনী অনুষ্ঠানে আনার জন্য ইতিমধ্যেই যোগাযোগ করা হচ্ছে। এর পাশাপাশি মহাসপ্তমীর দিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসবেন এবং তিনি পুজো দেখবেন। যদিও সেই সময় কোন রাজনৈতিক কর্মসূচি রাখা হচ্ছে না।

এমনিতেও বঙ্গ বিজেপির তরফ থেকে পরিকল্পনা করা হয়েছে এই বছর রাজ্যের বিভিন্ন জায়গায় দুর্গাপুজোর উদ্বোধন করা হবে মিঠুন চক্রবর্তী অথবা গৌতম গম্ভীরকে দিয়ে। সেইমতো এদের দুজনের মধ্যে যেকোনো একজনের বীরভূম জেলা বিজেপির দুর্গাপুজোর উদ্বোধন হতে পারে বলেই আশা করা হচ্ছে।

Advertisements