নিজস্ব প্রতিবেদন : ভারতের মতদেশে সূরা প্রেমীদের অভাব নেই। সূরা প্রেমীদের সংখ্যা দেশে কতটা তা হাড়ে হাড়ে টের পাওয়া গিয়েছিল লকডাউন চলাকালীন। যে সময় দেখা গিয়েছিল, মদের দোকান খোলা থাকলেই সেখানে লম্বা লাইন পড়ছিল সূরা প্রেমীদের। তবে সূরা প্রেমীদের সংখ্যা বেশি অনেক বেশি হলেও মাঝে মধ্যেই মদের দাম (Liquor Price) বৃদ্ধি পাওয়ায় তাদের মধ্যে অসন্তোষ লক্ষ্য করা যায়। কিন্তু এবার এমন একটি সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্র যার পরিপ্রেক্ষিতে মদের দাম কমতেও পারে।
মদের দাম কমতে পারে মূলত জিএসটি সংক্রান্ত পরিবর্তন আসার ফলে। উৎসবের মরশুমের আগেই জিএসটি কাউন্সিল তাদের বৈঠকে একটি নতুন সিদ্ধান্ত নিয়েছে। নতুন যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তের কথা শনিবার সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নতুন এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এবার মদের দাম কমতে পারে বলে মনে করা হচ্ছে।
সম্প্রতি জিএসটি কাউন্সিলের বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে মদ তৈরির জন্য সবচেয়ে প্রয়োজনীয় উপাদান জিএসটির আওতার বাইরে রাখা হয়েছে। সেই উপাদানটি হল ডিসটিল্ড অ্যালকোহল। মদ তৈরীর ক্ষেত্রে যে সকল উপাদান প্রয়োজন হয় তার মধ্যে এটি হলো সবচেয়ে প্রয়োজনীয় উপাদান। সুতরাং এই ডিসটিল্ড অ্যালকোহল জিএসটির আওতার বাইরে রাখার ফলে মদ তৈরির খরচ কমবে।
জিএসটি কাউন্সিলের নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন মদ প্রস্তুতকারী সংস্থাগুলিকে এক্সট্রা নিউট্রাল অ্যালকোহল কিনতে শুধুমাত্র ২ শতাংশ আন্তঃরাজ্য কেন্দ্রীয় সেলস ট্যাক্স দিতে হবে। তবে কেন্দ্রের তরফ থেকে এক্সট্রা নিউট্রাল অ্যালকোহলকে জিএসটির বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও যদি রাজ্যগুলি চায় তাহলে আলাদা করে কর চাপাতে পারে।
তবে মত তৈরির জন্য সবচেয়ে প্রয়োজনীয় এই উপাদানটিকে জিএসটির আওতার বাইরে রাখা হলেও এখনই মদের দাম কমবে না। কেননা ইতিমধ্যেই প্রচুর পরিমাণে মদ তৈরি করে রেখেছে মদ প্রস্তুতকারী সংস্থাগুলি। তবে যদি কেন্দ্রের এই সিদ্ধান্তের পর কোন রাজ্য আলাদা করে কর না বসায় তাহলে ভবিষ্যতে মদের দাম কমলেও কমতে পারে।