নিজস্ব প্রতিবেদন : দুর্গাপুজোর আগেই মিলতে পারে সুখবর। অন্ততপক্ষে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে বহু বেকার যুবক-যুবতীর কপাল খুলতে চলেছে। এমনিতেই মন্ত্রিসভার বৈঠকের জানানো হয় প্রায় ১২ হাজার পুলিশ নিয়োগ করা হবে। পুলিশ নিয়োগের পাশাপাশি নিয়োগ করা হবে বহু প্যারা টিচার এবং আংশিক শিক্ষক।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) এবং তার মন্ত্রিসভা (Mamata Cabinet) সম্প্রতি একটি বৈঠকে বসে এবং সেখানে সিদ্ধান্ত নেয় ১২০০০ পুলিশ কনস্টেবল এবং বিপুলসংখ্যক প্যারা টিচার ও আংশিক শিক্ষক নিয়োগের। পুলিশে নিয়োগের ক্ষেত্রে এখনো পর্যন্ত নিয়োগের দিন জানানো না হলেও এই নিয়োগে পুরুষ এবং মহিলা দুই ধরনেরই কনস্টেবল নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। এরই মধ্যে আবার প্যারা টিচার এবং আংশিক শিক্ষক নিয়োগের বিষয়টিও সামনে আনা হলো।
ঠিক কত সংখ্যক প্যারা টিচার এবং আংশিক শিক্ষক নিয়োগ করা হবে সেই সংখ্যা সামনে আনা না হলেও বৃহস্পতিবারের মন্ত্রিসভার বৈঠকের পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, কয়েকশো প্যারা টিচার এবং আংশিক শিক্ষক নিয়োগ করা হবে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, রাজ্য সরকারের যে পরিকল্পনা রয়েছে তাতে এই সকল প্যারা টিচার ও আংশিক শিক্ষকদের পুজোর আগেই নিয়োগের চিন্তাভাবনা রয়েছে।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, কত সংখ্যক প্যারা টিচার ও আংশিক শিক্ষক নিয়োগ করা হবে তা জানিয়ে দেওয়া হবে খুব তাড়াতাড়ি। এই সকল প্যারা টিচার ও আংশিক শিক্ষকদের নিয়োগ করার ক্ষেত্রে উর্দু মাধ্যমের বিদ্যালয়গুলি বিশেষ প্রাধান্য পাবে। এছাড়াও হেডমাস্টার রিক্রুটমেন্ট বিলের মাধ্যমেও নতুন নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উর্দু মাধ্যমের বিদ্যালয়গুলিতে ঠিক কত সংখ্যক প্যারা টিচার এবং আংশিক শিক্ষক নেওয়া হবে তা উর্দু অ্যাকাডেমির সঙ্গে যোগাযোগ আলোচনার পর জানানো হবে। তবে উর্দু মাধ্যমের বিদ্যালয় ছাড়াও রাজবংশী স্কুলে হবে একই ধরনের নিয়োগ। এক্ষেত্রে ১৯৮টি রাজবংশী স্কুলে ৩৯৪ জন পার্শ্বশিক্ষক এবং ৩৮৫ জন শিক্ষা কর্মী নিয়োগের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হয়েছে।