নিজস্ব প্রতিবেদন : কেন্দ্র সরকারের (Central Government) তরফ থেকে দেশের কৃষকদের জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রকল্প চালু করে থাকে। সেই সকল প্রকল্পের মূল উদ্দেশ্য হলো কৃষকদের আর্থিক থেকে অন্যান্য বিভিন্নভাবে সাহায্য করা। ঠিক সেই রকমই কেন্দ্র সরকারের একটি প্রকল্প হল PM Kisan যোজনা। এই প্রকল্পের মধ্য দিয়ে দেশের কৃষকদের বছরে ৬০০০ টাকা আর্থিক সাহায্য প্রদান করা হয়।
২০১৯ সালে শুরু হওয়া এই প্রকল্পে ইতিমধ্যেই ১২ কোটির কাছাকাছি কৃষক নিজেদের নাম নথিভূক্ত করিয়েছেন। নাম নথিভুক্ত করানো কৃষকরা বছরে তিনবার কিস্তিতে কেন্দ্রের তরফ থেকে টাকা পান। প্রত্যেক কিস্তিতে তাদের দেওয়া হয় ২০০০ টাকা। তবে সামনের লোকসভা নির্বাচনের আগে এই প্রকল্প নিয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন এক পরিকল্পনা গ্রহণ করতে পারে বলে জল্পনা শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা নিয়ে যে জল্পনা শুরু হয়েছে তা থেকে জানা যাচ্ছে, ৬০০০ টাকা নয় বরং ৮০০০ টাকা দেওয়া হতে পারে। বিভিন্ন সূত্রে এমনটাই জানা যাচ্ছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কেন্দ্র সরকার অথবা কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তরফ থেকে কোন বিবৃতি পেশ করা হয়নি। ৬ হাজার টাকা থেকে ৮ হাজার টাকা করা হলে তা কিভাবে দেওয়া হবে তাও স্পষ্ট নয়।
প্রকল্পের টাকা বছরে ৬ হাজার থেকে ৮ হাজার করা হলে সে ক্ষেত্রে কিস্তির পরিমাণ বৃদ্ধি করা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ। আবার অনেকেই মনে করছেন হয়তো কিস্তি একই রেখে কিস্তির টাকার অংক বৃদ্ধি করা হতে পারে। তবে এই বিষয়টি এখনো পর্যন্ত ধোঁয়াশার মধ্যে রয়েছে, কেননা এই বিষয়ে যতক্ষণ না কেন্দ্র সরকারের তরফ থেকে ঘোষণা করা হয় ততক্ষণ তা স্থির সিদ্ধান্ত বলে ধরা হবে না।
কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা নিয়ে যে জল্পনা শুরু হয়েছে সেই জল্পনা যদি বাস্তবায়িত হয় তাহলে আর কিছু না দেশের কোটি কোটি কৃষক উপকৃত হবেন। কেননা তাদের প্রাপ্ত টাকার পরিমাণ বেড়ে যাবে। সেই টাকা যেমন তারা নিজেদের প্রয়োজনে কাজে লাগাতে পারবেন, ঠিক সেই রকমই আবার সেই টাকা তাদের আরও উৎসাহিত করবে।