Amazon is launching satellite internet services to take on Jio, Airtel and Starlink: ই-কমার্স এর দুনিয়াতে Amazon এর নাম শোনেননি এমন মানুষ গোটা বিশ্বে নেই। শুধুমাত্র অ্যাপের মাধ্যমে আপনার কাছে গোটা দুনিয়া চলে আসবে একেবারে হাতের মুঠোয়। ভারতের Amazon তার ব্যবসায়িক জাল ভালোভাবেই বিস্তার করেছে। এবার তারা ভারতে আনতে চলেছে হাইস্পিড স্যাটেলাইট ইন্টারনেট (Satellite Internet Service)। কোম্পানির মূল উদ্দেশ্য হলো ভারতবর্ষের গ্রামীণ অঞ্চলের মানুষজনকে সাশ্রয়ী মূল্যে ব্রডব্যান্ড এর সুবিধা প্রদান করা। ইতিমধ্যে ভারতীয় জাতীয় মহাকাশ প্রচার এবং অনুমোদন কেন্দ্র বা Indian National Space Promotion and Authorization Centre (IN-SPACe)-এর কাছ থেকে সেই কাজের জন্য প্রয়োজনীয় অনুমোদনও নেওয়া হয়ে গেছে সংস্থাটির।
বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সংস্থাটির অন্যতম লক্ষ্য হল ভারতের বাজারে দ্রুত এবং নতুন ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য স্যাটেলাইট কমিউনিকেশন (Satellite Internet Service) এর বাজারে প্রবেশ করা। যদি এই প্রক্রিয়ায় Amazon একবার সফল হয়ে যায় তাহলে অবশ্যই তারা বাজারে প্রতিষ্ঠিত বড় বড় কোম্পানিকে সহজেই টেক্কা দিতে পারবে। বাদ পড়বে না Jio, Airtel ও Starlink এর মত তাবড় তাবড় সংস্থাগুলিও।
ইতিমধ্যে ওয়ানওয়েব এবং জিও স্যাটেলাইট জিএমপিসিএস লাইসেন্স পেয়ে গেছে। খুব শিগগিরই ইন্টার মিনিস্ট্রিয়াল প্যানেল স্টারলিঙ্কের আবেদনটিও গ্রহণ করবে এমনটাই আশা করা হচ্ছে। এই প্রতিযোগিতায় পিছিয়ে নেই জেফ বেজোসের নেতৃত্বাধীন সংস্থাটি। ভারতে দ্রুত বর্ধনশীল ইন্টারনেট পরিষেবা (Satellite Internet Service) চালু করার জন্য ‘গ্লোবাল মোবাইল পার্সোনাল কমিউনিকেশন বাই স্যাটেলাইট সার্ভিসেস’ অর্থাৎ GMPCS লাইসেন্স-এর জন্য টেলিকমিউনিকেশন বিভাগের (DoT) কাছে আবেদন করবে বলে সূত্রের মাধ্যমে জানা গেছে।
কোম্পানিটির ওয়েবসাইট থেকে জানা যায় যে, ব্রডব্যান্ড-ফ্রম-স্পেস সার্ভিসের মাধ্যমে Amazon তার গ্রাহকদের প্রতি সেকেন্ডে ১০০ মেগাবাইট থেকে ১ জিগাবাইট পর্যন্ত ব্রডব্যান্ড ইন্টারনেট সহ বিভিন্ন উন্নত মানের সার্ভিস দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে (Satellite Internet Service)। আগামী বছরের শেষ নাগাদ Amazon তার স্যাটেলাইট পরিষেবা চালু করতে পারবে এই বিষয়ে সবাই আশাবাদী।
ভারত সরকারের সাথে Amazon এর নিয়মিত আলোচনা হচ্ছে স্যাটকম সেক্টর নিয়ে। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার (Trai) সাথে স্যাটেলাইট স্পেক্ট্রাম বরাদ্দ করার পদ্ধতি এবং নিয়মগুলির বিষয়ে জানার জন্য কনসাল্টেশন প্রসেসে অংশগ্রহণও করেছিল Amazon