APY Scheme: কেন্দ্রের এই প্রকল্পে স্বামী-স্ত্রী পাবেন ৫০০০ টাকা, না জানলে লস

Prosun Kanti Das

Published on:

Advertisements

Husband and wife are getting Rs 5000 from APY Scheme of the Central Govt: বার্ধক্য ও দারিদ্রতা যাতে কোনোভাবেই মানুষের জীবনের বাধা হয়ে দাঁড়াতে না পারে, সেই কারণে মোদী সরকারের উদ্যোগে বিভিন্ন প্রকল্প চালু করা হয়েছে। বার্ধক্য কেড়ে নেয় মানুষের কাজ করার ক্ষমতা, তাই ২০১৫ সালে কেন্দ্রীয় সরকার চালু করেছে অটল পেনশন যোজনা (APY Scheme)। প্রত্যেক মাসেই নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করলে আপনি ৬০ বছর বয়সে গিয়ে মাসে ৫০০০ টাকা অর্থাৎ বছরে ৬০ হাজার টাকা পাবেন। ১৮ থেকে ৪০ বছর বয়সীরা এই প্রকল্পে বিনিয়োগ করতে পারবেন।

Advertisements

যারা কোনরকম কর প্রদান করেন না তারা এই প্রকল্পে (APY Scheme) বিনিয়োগ করতে পারবেন। পাঁচ কোটিরও বেশি মানুষ এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন। আপনি যদি ১৮ বছর বয়স থেকে ৪২ টাকা করে জমান তাহলে ৬০ বছর বয়সে গিয়ে প্রত্যেক মাসে এক হাজার টাকা করে পেনশন পাবেন। এই স্কিমের আওতায় আপনি হাজার থেকে পাঁচ হাজার বিভিন্ন রকম মূল্যের পেনশন লাভ করতে পারেন। কিন্তু তার সম্পূর্ণ নির্ভর করছে আপনার বিনিয়োগের উপর।

Advertisements

এছাড়া, আপনি যদি ২০০০ টাকা পেনশন পেতে চান তাহলে ৮৪ টাকা,৩০০০ টাকা পেনশন পেতে হলে ১২৬ টাকা, ৪০০০ টাকা পেনশন পেতে ১৬৮ টাকা এবং যদি প্রত্যেক মাসে ৫০০০ টাকা পেনশন পেতে চান ২১০ টাকা দিতে হবে। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পটি একটি বিনিয়োগ ভিত্তিক স্কীম তাই আপনি যত বিনিয়োগ করবেন বয়স কালে তত বেশি পেনশন পাবেন। এই যোজনাতে আর একটি সুবিধা আছে। কোন কারনে আপনি যদি ৬০ বছরের আগে মারা যান তাহলে আপনার জীবন সঙ্গী এই প্রকল্পের (APY Scheme) সুবিধা পেতে পারবে।

Advertisements

আবার কোন কারনে কোন ব্যক্তির স্বামী, স্ত্রী মারা গেলে সম্পূর্ণ টাকা পেয়ে যাবে নমিনিতে নির্দিষ্ট করা ব্যক্তি। এই প্রকল্পের আওতায় ৪ লাখ টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে। তাহলে চটজলদি জেনে নিই এই প্রকল্পে (APY Scheme) আবেদন করতে গেলে কি কি গুরুত্বপূর্ণ নথিপত্র লাগবে?

কেন্দ্রীয় সরকারের এই যোজনাতে আবেদন করার জন্য প্রয়োজনীয় নথি গুলো হলো – আধার কার্ড (Aadhaar Card), প্যান কার্ড (PAN Card), বৈধ ঠিকানা ও তার প্রমাণপত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্টের (Bank Account) সমস্ত তথ্য কাস্ট সার্টিফিকেট (Caste Certificate), পাসপোর্ট সাইজ ছবি, বৈধ মোবাইল নম্বর। নিকটবর্তী যেকোনও ব্যাঙ্ক বা পোস্ট অফিসে আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন। আপনাকে ব্যাঙ্ক কিংবা পোস্ট অফিসে গিয়ে প্রথমে আবেদন পত্র পূরণ করতে হবে। অবশ্যই বৈধ মোবাইল নাম্বার এবং আধার নাম্বার লিখবেন। আপনার ব্যাঙ্কের সমস্ত বিবরণ জমা দিলে প্রত্যেক মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সেই অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয় এবং স্কিমে জমা হয়।

Advertisements