নিজস্ব প্রতিবেদন : পুজোয় আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে প্রতিদিন আমজনতার কৌতুহল বেড়েই চলেছে। এই কৌতুহল বাড়ছে মূলত বঙ্গোপসাগর এবং আরব সাগরে তৈরি হওয়া দুটি নিম্নচাপের কারণে। বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দুর্গাপুজোর সময় কেমন আবহাওয়া থাকবে তা নিয়ে মানুষের কৌতূহল দূর করতে অবশেষে হাওয়া অফিসের তরফ থেকে স্পেশাল বুলেটিন প্রকাশ করা হলো। যেখানে জানানো হয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal) আবহাওয়া কেমন থাকবে পুজোর চার দিন। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসও দেওয়া হয়েছে।
দুর্গাপুজোর সময় নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে লাক্ষাদ্বীপ এবং সংলগ্ন কেরল উপকূলে। এর পাশাপাশি দক্ষিণ-পূর্ব এবং পূর্ব মধ্য আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত আগামী ৪৮ ঘন্টায় নিম্নচাপে পরিণত হবে। পরে ধাপে ধাপে তা শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপ ও অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। এই সকল পরিস্থিতির দিকে তাকিয়েই প্রশ্ন উঠছে পুজোর সময় কেমন থাকবে বাংলার আবহাওয়া?
১৮ থেকে ২০ অক্টোবর উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলার কোন কোন অংশে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির মূলত শুষ্ক থাকবে। ২১ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া খুব ভালো থাকবে। বৃষ্টির কোন সম্ভাবনা নেই। মূলত শুষ্ক আবহাওয়ার মধ্যে দিয়েই কেটে যাবে এই ৪টি দিন।
এখন যদি দক্ষিণবঙ্গের আবহাওয়ার দিকে তাকানো যায় তাহলে ১৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের কোন জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই। এই পাঁচটি দিন মূলত রোদ ঝলমলে আকাশের দেখা মিলবে এবং শুষ্ক অবস্থাতেই কেটে যাবে। আদ্রতাজনিত অস্বস্তি ধীরে ধীরে কমবে। তবে ২৩ অক্টোবর থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার আবহাওয়া পরিবর্তন আসতে শুরু করবে।
Updated Weather forecast for Durga Puja Festival, 2023 over West Bengal. pic.twitter.com/a7Cvp7w0co
— IMD Kolkata (@ImdKolkata) October 18, 2023
২৩ অক্টোবর দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার আকাশ মেঘলা থাকতে পারে এবং কোন কোন জায়গায় ৩০ থেকে ৪০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণ একেবারেই হালকা থেকে হালকা ধরনের হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। একই অবস্থা থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং কলকাতায়। বাকি জেলাগুলি শুষ্ক থাকবে। ২৪ অক্টোবর পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং কলকাতার আকাশ মেঘলা থাকবে এবং কোন কোন জায়গায় ৭০ থেকে ৮০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণ হালকা থেকে মাঝারি ধরনের হবে বলে মনে করা হচ্ছে। বাকি জেলাগুলিতেও ঐদিন আকাশ মেঘলা থাকতে পারে এবং ৩০ থেকে ৪০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।