নিজস্ব প্রতিবেদন : চাকরি করার স্বপ্ন কোন বেকার যুবক যুবতীর নেই! প্রত্যেকেই জানেন পড়াশোনা করে শেষমেশ একটি চাকরি জোটাতে পারলেই ভবিষ্যৎ নিয়ে আর চিন্তা থাকবে না। তবে রাজ্যের লক্ষ লক্ষ বেকার যুবক-যুবতীদের সামনে পর্যাপ্ত চাকরি দেওয়া সরকারের পক্ষে সম্ভব হয়ে ওঠেনা। তবে এবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের বেকার যুবক যুবতীদের সামনে খুলে দিচ্ছে নতুন চাকরির সুযোগ (Job West Bengal)। এর জন্য কেবলমাত্র কম্পিউটার অথবা ল্যাপটপ থাকলেই ফায়দা নেওয়া যেতে পারে।
কিভাবে মিলতে পারে চাকরির সুযোগ? ইতিমধ্যেই রাজ্য সরকার রাজ্যের বিভিন্ন জায়গায় বাংলা সহায়তা কেন্দ্র (BSK) চালাচ্ছে। যে সকল বাংলা সহায়তা কেন্দ্রে রাজ্য সরকারের ৪০ টি দপ্তরের ৩২৩ টি পরিষেবা অনলাইনে পাওয়া যায়। এই মুহূর্তে রাজ্যে প্রায় ৩৬০০টি বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল এই সকল বাংলা সহায়তা কেন্দ্রে পরিষেবা বহন করার জন্য কোন টাকা পয়সা দিতে হয় না।
এদিকে কেন্দ্র সরকার দেশের প্রতিটি রেশন দোকানে কমন সার্ভিস সেন্টার খোলার সিদ্ধান্ত নিয়েছে। এই সকল কমন সার্ভিস সেন্টারে কেন্দ্রের বিভিন্ন পরিষেবা অনলাইনে পেয়ে থাকেন দেশের নাগরিকরা। তবে রাজ্যে এই ধরনের কমন সেন্টার খোলা হবে কিনা তা নিয়ে এখনো পর্যন্ত রাজ্য সরকার কোন সিদ্ধান্ত নেয়নি। পাশাপাশি সূত্র মারফত জানা যাচ্ছে, কেন্দ্র সরকারের কমন সার্ভিস সেন্টার বাংলার রেশন দোকানগুলিতে খুলতে নারাজ পশ্চিমবঙ্গ সরকার। এর পরিবর্তে রেশন দোকানগুলিতে বাংলা সহায়তা কেন্দ্র খোলার বিষয়ে প্রস্তাব পাঠানো হয়েছে খাদ্য দপ্তরের তরফ থেকে।
বর্তমানে রাজ্যে যে ৩৬০০টি বাংলা কমন সেন্টার রয়েছে সেগুলিতে কর্মরত প্রায় ৭১২০-র বেশি যুবক-যুবতী। এক্ষেত্রে আগামী দিনে খাদ্য দপ্তরের তরফ থেকে নবান্নে যে প্রস্তাব পাঠানো হয়েছে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্রের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে রেশন দোকানগুলিকে ব্যবহার করা, সেক্ষেত্রে আরও হাজার হাজার যুবক যুবতীদের কর্মসংস্থান হবে। কেননা এই ধরনের বাংলা কমন সেন্টার চালু হলে রেশন ডিলারদের দোকানে অনেক বেকার যুবক-যুবতীরা কাজের সুযোগ পাবেন।
অন্যদিকে রাজ্য খাদ্য দপ্তরের তরফ থেকে যে প্রস্তাব পাঠানো হয়েছে তাতে বলা হয়েছে, রেশন দোকানে বাংলা সহায়তা কেন্দ্র চালু করার ক্ষেত্রে সমস্ত পরিকাঠামো গত দিক বহন করতে হবে রেশন ডিলারদের। যদি আগামী দিনে এমনটা বাস্তবায়িত হয় তাহলে যে সকল যুবক যুবতীদের নিয়োগ করা হবে তাদের কম্পিউটার বা ল্যাপটপ থেকে থাকলে তারা অগ্রাধিকার পাবেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। আর অবশ্যই কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকতে হবে এই পেশায় যুক্ত হতে চাওয়া যুবক-যুবতীদের।