ঠকবাজির দিন শেষ! Google Pay এর নতুন ফিচারে ভয়ে কাঁপবে প্রতারকরা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে ভারতের মতো দেশের বড় সংখ্যার মানুষ ডিজিটাল লেনদেনকে নিজেদের দৈনন্দিন জীবনের সঙ্গী করে ফেলেছেন। ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য ভাবে জায়গা করে নিয়েছে UPI। এই ইউপিআই পরিষেবার ক্ষেত্রে আবার বিভিন্ন অ্যাপের পাশাপাশি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে Google Pay। এই সংস্থার তরফ থেকে প্রতিদিন দেশের কোটিপতি মানুষকে পরিষেবা দেওয়া হয়ে থাকে।

Advertisements

দেশের কোটি কোটি মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যে জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন তা হল সুন্দর পরিসেবা এবং সুরক্ষা ব্যবস্থা। কেননা বর্তমানে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে বেড়েই চলেছে প্রতারণার মতো ঘটনা। প্রতারকরা নানান ভাবে ফাঁদ পেতে প্রতিনিয়ত ঠকবাজির মত ঘটনা ঘটিয়ে চলেছে। এসব ক্ষেত্রে এবার লাগাম টানার জন্য Google Pay নিয়ে আসছে নতুন ফিচার এবং সেই ফিচার শুনেই রীতিমত ভয়ে কাঁপছেন প্রতারকরা।

Advertisements

Google Pay যে নতুন ফিচার আনতে চলেছে সেই নতুন ফিচার এমন কিছু আহামরি নয়, তবে এই ফিচারটি এমনভাবে কাজ করবে যে টাকা পাঠানোর আগেই ব্যবহারকারীদের সতর্ক করে দেওয়া হবে। খুব সহজভাবেই এই ফিচার কাজ করবে বলে জানা যাচ্ছে সূত্র মারফত। এই ফিচার কার্যকর হয়ে গেলেই Google Pay ইউপিআই অ্যাপ ব্যবহারকারীরা আরও নিশ্চিন্তে আর্থিক লেনদেন করতে পারবেন।

Advertisements

মূলত Google Pay নতুন এই ফিচারের মাধ্যমে কোন ব্যবহারকারী যদি কোন ভুল অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছেন তাহলে টাকা পাঠানোর আগেই অ্যাপের তরফ থেকে ব্যবহারকারীকে সতর্কবার্তা দেওয়া হবে। এই ধরনের অ্যাকাউন্টে টাকা পাঠানোর সময় সংস্থার তরফ থেকে সতর্ক করে জানিয়ে দেওয়া হবে, আপনি যে অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছেন সেটি সন্দেহজনক অ্যাকাউন্ট। এই ধরনের সতর্কবার্তা পেলেই ব্যবহারকারীরা টাকা পাঠানোর আগে আরও একবার যাচাই করে নিতে পারবেন বিষয়টি।

এছাড়াও Google Pay ২০২৪ সালের মধ্যেই আনতে চলেছে PhonePe এর মত ছোট ছোট সাউন্ড বক্স। যে সকল ছোট ছোট সাউন্ড বক্স বলে দেয় আপনি কত টাকা পাঠালেন ইত্যাদি নানান তথ্য। এই ধরনের সাউন্ড বক্স চালু হলে গ্রাহকরাও অনেক সুবিধা পাবেন। পাশাপাশি সুবিধা তো পাবেনই দোকানদাররা।

Advertisements