Mobile Data: আর এত সহজে শেষ হবে না মোবাইল ডেটা! মেনে চলুন এই ৪ টিপস

Prosun Kanti Das

Published on:

Advertisements

Follow these tips to avoid running out of mobile data quickly: বর্তমান যুগ হলো ডিজিটাল যুগ। স্মার্টফোন মানুষের জীবনের সাথে এমন ভাবে জড়িয়ে গেছে যে তাকে ছাড়া এক মুহূর্ত চিন্তা করা যায় না। ঘুম থেকে ওঠা এবং ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত স্মার্টফোন হলো আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু শুধুই কি স্মার্টফোন থাকাটা জরুরী? না তার সাথে থাকতে হবে স্মার্ট ডেটা (Mobile Data)। ইন্টারনেট ও স্মার্টফোন পৃথিবীকে আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে। শুধু টাইম পাস বা বিনোদন নয়, ইন্টারনেট ডরকারি কাজের কারণে অত্যাবশ্যকীয়।

Advertisements

কিন্তু বেশি পরিমানে ফোন ঘাটাঘাটির ফলে সারাদিন বাদে দেখা যায় এই মোবাইল ডেটা শেষ হয়ে গিয়েছে খুব তাড়াতাড়ি। তাই আপনাকে অবশ্যই মানতে হবে জরুরী কিছু টিপস। কিন্তু আপনি যদি এই মোবাইল ডেটা সেট করে রাখেন, তাহলে আর তাড়াতাড়ি শেষ হবেনা আপনার ফোনের ডেটা (Mobile Data)। এরজন্য আপনাকে সেটিংস এ গিয়ে ডেটা লিমিট এবং বিলিং সাইকেল ঠিক করতে হবে। আপনি অবশ্যই আপনার প্রয়োজন অনুযায়ী ডেটা লিমিট সেট করতে পারেন।

Advertisements

আপনারা যারা স্মার্টফোন ব্যবহার করেন তারা অবশ্যই জানেন যে ফোনে কিছু কিছু অ্যাপ আছে যেগুলো নিজের থেকেই আপডেট হতে থাকে। এর ফলে আপনার সীমিত ডেটা (Mobile Data) খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এর জন্য অবশ্যই প্রয়োজনীয় কাজটি হল, আপনি ফোনের সেটিংসে গিয়ে Auto Update Apps Over Wifi Only তে সিলেক্ট করে রাখতে হবে। যদি এই কাজটি করেন দেখবেন এগুলো আপনা আপনি আপডেট হওয়া বন্ধ হয়ে যাবে।

Advertisements

মোবাইল ডেটা (Mobile Data) বাঁচানোর আরো একটি উপায় রয়েছে। সেটি হলো আপনি ডেটা সেভার মোড অন করে রাখতে পারেন। এর ফলে আপনার ডেটা কম খরচ হবে। বর্তমানে প্রত্যেকটি মানুষ সব সময়ই ফোন ব্যবহার করে এবং সোশ্যাল মিডিয়াতে নানারকম ভিডিও দেখার জন্য ডেটা তাড়াতাড়ি খরচ হয়ে যায়।

এছাড়া ফোনের মধ্যে আরও বিশেষ কিছু অ্যাপ থাকে যেগুলো তাড়াতাড়ি ডেটা খরচ করতে সাহায্য করে। আপনি যদি সেই অ্যাপগুলোকে কম ব্যবহার করেন তাহলে আপনার প্রয়োজনীয় ডেটা কম খরচ হবে। তাই স্মার্ট ফোনের স্মার্ট ডেটা বাঁচানোর জন্য আপনাকে উপরের নিয়মগুলো পালন করলেই হবে।

Advertisements